Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি দিয়েছেন অনেক নিয়েছেন সামন্যই


২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সর্বশেষ চুক্তির অঙ্ক ফাঁসের বিষয়টি নিয়ে তুলকালাম চলছে স্পেনে। অনেক দিন ধরে ঋণের বোঝা বইছে বার্সা। অনেকে ক্লাবটির দেউলিয়া হয়ে যাওয়ার শঙ্কাও করছেন। এদিকে কদিন আগে স্পেনের পত্রিকা এল মুন্ডোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের সর্বশেষ চুক্তিতে চার বছরে মেসির পেছনে ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ইউরো খরচের অঙ্গীকার করেছিল বার্সা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৫ হাজার ৭০২ কোটি ৮১ লাখ ৮৭ হাজার টাকার বেশি! সমালোচকরা বলছেন, বার্সার আর্থিকভাবে বিপদে পড়ার পেছনে মেসির এতো বেতন বড় কারণ। কিন্তু অনেকেই মানছেন না এমন দাবি।

বিজ্ঞাপন

গত প্রায় এক যুগ ধরে বার্সেলোনার সেরা তারকা মেসি, এই সময়ে ৬ বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। মেসির কাঁধে চড়েই এগুচ্ছিল বার্সেলোনা। ক্লাবটির ব্র্যান্ড ভ্যালুসহ অর্থনৈতিক অনেক বিষয়ে মেসির উপস্থিতি বড় ভূমিকা রেখেছে। মাঠের সাফল্য তো ছিলই। মেসিকে কেন্দ্র করেই একের পর এক শিরোপা জিতেছে বার্সেলোনা।

স্পেনের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭৮৭ ম্যাচ খেলে ৬৬১ গোল করেছেন মেসি। তার খেলার সময়ে ৩৩টি শিরোপা জিতেছে বার্সা। তার মধ্যে লিগ শিরোপা ১০টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৪টি। হুয়ান লাপোর্তা তাই বলেই দিলেন, মেসি যা দিয়েছেন তার তুলনায় নিয়েছেন সামান্যই। বার্সার আয়ের এক তৃতীয়াংশের উৎসই মেসি বলেছেন তিনি।

বার্সার সাবেক সভাপতি এই লাপোর্তা ক্লাবটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও শক্ত প্রতিদ্বন্দ্বী। অনেকে তাকেই পরবর্তী সভাপতি মনে করছেন। লাপোর্তা কাতালান রেডিও আরএসিওয়ানকে বলেছেন, ‘তার (মেসির) সমর্থনে গতকাল তাকে একটা বার্তা পাঠাই। তাকে বলেছি খবরে নজর না দিতে; কারণ বার্সেলোনার সমর্থকরা চায় সে যেন এখানেই খেলা চালিয়ে যায়।’

লাপোর্তা বলেন, ‘এমন খবর আহত করে কারণ এটা বার্সেলোনার ক্ষতি করে। কেউ দায়িত্বে না থাকলে এই ব্যাপারগুলো ঘটে। দলের বর্তমান অবস্থা মেসির চুক্তির কারণে নয়। তার পেছনে যে খরচ এর চেয়ে বেশি আয়ে সে সহায়তা করে। অর্থনৈতিক দলের একটি গবেষণা বলছে, বার্সার আয়ের এক তৃতীয়াংশের উৎস মেসি।’

হিসেবটা আরেকটু খোলাসা করেছেন লাপোর্তা, ‘মেসির সঙ্গে কেবল খেলার বিষয়গুলো নয় আবেগজনিত বিষয়ও জড়িত। সে আমাদের জন্য যা করেছে তা অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়। বিক্রি হওয়া ১০টি শার্টের আটটিই মেসির এবং বিশ্বের আগ্রহ তাকে ঘিরেই।’

বিজ্ঞাপন

এদিকে, এই ব্যক্তিগত তথ্য ফাঁস করার কারণে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেসি। বার্সাও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, মেসির সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্লাবটির সভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা জোসেফ মারিয়া বার্তেমেউ এই তথ্য ফাঁস করেছেন। অবশ্য বার্তেমেউ এরই মধ্যে তথ্য ফাঁসের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা লিওনেল মেসি লিওনেল মেসির দলবদল স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর