Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেটের আশায় ডমিঙ্গো

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫১

চট্টগ্রাম থেকে: ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ছিল নিদারুণ পানসে। তবে এবার ফরম্যাট বদলেছে। সাদা পোষাকের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ ছড়াবে বলে মনে করেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে তিনি জানান, টেস্ট সিরিজের আগে প্রস্তুতি খবুই ভালো হয়েছে। চট্টগ্রামে নিজেদের তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে টাইগাররা। তবে অনেক দিন পর যেহেতু টেস্ট ম্যাচে নামছে সেহেতু বাংলাদেশের জন্য সিরিজটি চ্যালেঞ্জিং হবে। অবশ্য তার শিষ্যরা যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে আত্মবিশ্বাসী ডমিঙ্গো।

বিজ্ঞাপন

পড়ুন: যে কারণে ডমিঙ্গোর ‘চ্যালেঞ্জ’ ওয়েস্ট ইন্ডিজ

তার মতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে বড় টেস্ট ম্যাচ খেলে এসেছে ক্যারিবিয়রা। কাজেই তাদের হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। ‘তাদেরকে যদি আমরা হালকা ভাবে নিই, এটা হবে বিপদ ডেকে আনা। তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার রয়েছে। ব্রার্থওয়েট ধারাবাহিক পারফর্মার। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ বিশ্বমানের বোলার। আমাদের আত্মতুষ্টির কিছু নেই। আমরা জানি, যেকোনো কন্ডিশনে তারা ভয়ংকর দল। তাদের বিপক্ষে ফল বের করে নিয়ে সেরা খেলাটাই খেলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চাপ নেই বলেও জানান ডমিঙ্গো। তবে সিরিজটি রোমাঞ্চকর ব্র্যান্ডের হবে বলেই মত তার। ‘গত কয়েক সপ্তাহে রোমাঞ্চকর কিছু টেস্ট ম্যাচ হয়েছে। আমি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, ভারত-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-শ্রীলংকার ম্যাচ দেখেছি। আশা করি, আমরা রোমাঞ্চকর ব্রান্ডের ক্রিকেট খেলতে পারব। খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রতিযোগিতা হবে। ওয়েস্ট ইন্ডিজ দলে কিছু ভালো মানের ক্রিকেটার আছেন। আমরা পয়েন্ট তুলে নিতে চাইব। ঘরের মাঠে খেলা। ঘরের মাঠের সুবিধা নিয়ে আমাদের শক্তি অনুযায়ী খেলব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

টেস্ট সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর