যে কারণে ডমিঙ্গোর ‘চ্যালেঞ্জ’ ওয়েস্ট ইন্ডিজ
১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৬
চট্টগ্রাম থেকে: সাদা পোশাকের ক্রিকেটে ২০ বছরের পথচলায়ও বলার মতো উন্নতি টিম বাংলাদেশের নেই। এরপর আবার মহামারী করোনার কারণে গত এক বছর এই ফরম্যাট থেকে ছিল নির্বাসনে। সেকারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি টাইগাররা অনায়াসে জিতে নিলেও আসন্ন টেস্ট সিরিজে তাদের জন্য বিস্তর চ্যালেঞ্জ দেখছেন এই প্রোটিয়া। তাই বলে ভড়কে যাওয়ার পাত্র তিনি নন। সেরা প্রস্তুতিতে শিষ্যরা অতিথিদের শক্ত হাতে মোকাবিলা করবে বলে তিনি সাফ জানিয়ে দিলেন।
হেড কোচ টেস্ট সিরিজে চ্যালেঞ্জ দেখছেন এ কারণেই যে এক বছরেরও বেশি সময় এই ফরম্যাটে মুমিনুল-তামিমরা খেলেননি। অনভ্যস্ত তা থেকে যা হয় আরকি। তবে চট্টগ্রামে গেল এক সপ্তাহ স্বাগতিকরা যে আঁটসাঁট প্রস্তুতি নিয়েছেন তাতে শিষ্যরা সফরকারিদের দৃপ্ত হাতে মোকাবিলা করবে বলেই আভাস দিলেন টাইগার হেড কোচ।
সোমবার (১ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি এ কথা জানান।
ডমিঙ্গো বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো ছিল। আমরা চট্টগ্রামে এক সপ্তাহ পেয়েছি। ছেলেরা ফিটনেস ঠিক রাখতে মাঠে ও জিমে কঠোর পরিশ্রম করেছে। তবে এক বছর টেস্ট না খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং। আপনারা জানেন যে এই ফরম্যাটে বোলারদের ক্ষেত্রে বিভিন্ন রকম ফিটনেস দরকার হয়। তাছাড়া ব্যাটসম্যানদেরও লম্বা সময় ব্যাটিং করতে হয় অতএব সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিংই হবে। তাছাড়া এটা এমনই একটা ফরম্যাটে যেখানে আমরা উন্নতি করতে চাই।’
গত ২৫ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের প্রাণভোমরা সাকিব আল হাসান। টিম হোটেলে ৫ দিনের পুনর্বাসন শেষে গত পরশু ফিরেছেন অনুশীলনে। প্রথম দিন শুধুই ব্যাটিং অনুশীলন করেছেন। গতকাল বলিং অনুশীলন করেছেন সত্যি তবে তা খুবই অল্প সময়ের জন্য। দলের বিশ্রামের দিনে জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে পাঁচ ওভার বোলিং করে গেছেন লাল-সবুজের নন্দিত এই বিশ্বসেরা অলরাউন্ডার।
অবশ্য হেড কোচ বলছেন, সাকিব এখনো শতভাগ ফিট হননি। তবে তিনি আশা করছেন চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্ট খেলতে তার খুব একটা অসুবিধা হবে না।
‘সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, সেটা বোলিং-ব্যাটিং দুই বিভাগেই। সে একজন বিশ্বসেরা অলরাউন্ডার যার বদলি পাওয়া খুবই কঠিন সেটা যে ফরম্যাটেই হোক না কেন। তবে কুঁচকির চোটের পর প্রস্তুতি নেয়াটা তার জন্য কঠিন হয়ে গিয়েছিল। তাকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সে এখনো শতভাগ ফিট নয় কিন্তু এখনো একদিন সময় আছে হাতে। আমরা আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং সেভাবে কঠোর পরিশ্রম করছে। গত দুদিনে সে হাতে গোনা কয়েকটি বল করেছে, খুব বেশি অসুবিধা বোধ করেনি। অতএব আমাদের মনে হয় সে খেলার জন্য প্রস্তুত।’
সারাবাংলা/এমআরএফ/এসএস
উইন্ডিজ সিরিজ টপ নিউজ টেস্ট সিরিজ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ রাসেল ডমিঙ্গো