Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাব্বি-হাসান মাহমুদের সুবর্ণ সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৫:৩৩

চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে জায়গা হলে তো কথাই নেই। সাদা পোষাকের ক্যাপে ক্যারিয়ারে নতুন পালক যোগ হবে হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বির। সেটা না হলেও খুব একটা অসুবিধা নেই, জাতীয় দলের আবহে থেকে আগামির জন্য নিজেদের প্রস্তত করার সুযোগ পাবেন। এবং তখন টিমের পরিবেশটাও তাদের কাছে আর নতুন মনে হবে না। কাজেই উইন্ডিজ বিপক্ষে টেস্ট সিরিজে মূল দলে তাদের ডাক পাওয়াকে সুযোগ হিসেবেই দেখছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিজ্ঞাপন

তার মতে, ‘উইন্ডিজ সিরিজের একাদশে তাদের ডাক পাওয়া না পাওয়া সম্পূর্ণই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপরে। টিম কম্বিনেশন বিবেচনায় ম্যানেজমেন্ট তারা চাইলে জাতীয় দলের জার্সিতে তাদের অভিষেক হবে, নতুবা নয়।’

রোববার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি একথা জানান।

হাবিবুল বাশার বলেন, ‘দুজনের জন্যই ভালো সুযোগ। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তাদের খেলাবে তাহলে তাদের নতুন ক্যারিয়ার শুরু হবে। আর যদি একাদশে না থাকে তাহলেও তারা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। কারণ পরবর্তীতে যখন তারা সুযোগ পাবে তখন যেন তাদের কাছে পরিবেশটা নতুন মনে না হয়। সুতরাং এসব ভেবে আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে। যারা খেলার সুযোগ পাবে না তারা যেন টিমের সংস্কৃতির সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারে।’

হাবিবুল

সংবাদ মাধ্যমের সঙ্গে তার আলাপকালে এসময় প্রসঙ্গিকভাবেই পেসার হাসান মাহমুদের কথা উঠে আসে। কেননা সম্প্রতি বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তরুণ এই পেসার। গতিময় বল ও বাড়তি বাউন্সারে নজর কেড়েছেন টাইগার টিম ম্যানেজমেন্টের। তো কতখানি প্রত্যাশা করা যায় ডান হাতি এই পেসারের কাছ থেকে?

সাংবাদিকদের এমন প্রশ্নে হাবিবুল বাশারের উত্তর ছিল, ‘খুব বেশি প্রথমে শ্রেণির ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি। কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস ও বাউন্স থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যত আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সেবা পাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

ইয়াসির আলী রাব্বী উইন্ডিজ সিরিজ টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ হাসান মাহমুদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর