Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজির দুই ফুটবলার করোনায় আক্রান্ত


৩০ জানুয়ারি ২০২১ ১৯:৩৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির দুই তারকা ফুটবলার মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও ডিফেন্ডার আবদু দিয়ালো। ফ্রান্সের স্বাস্থ্যবিধি অনুযায়ী সাত দিন আইসোলেশনে থাকবেন তারা।

এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে পিএসজি। রোববার লিগ ম্যাচে লরিয়েঁর বিপক্ষে খেলবে পিএসজি। তিনদিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নিম। স্বাভাবিকভাবেই এই দুই ম্যাচে ভেরাত্তি ও দিয়ালোকে পাচ্ছে না দলটি।

ফ্রান্সের শীর্ষ ক্লাবটিকে এই প্রথম অবশ্য করোনা যন্ত্রণা পোহাতে হচ্ছে না। এর আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দলটির অন্যতম সেরা ফুটবলার নেইমার, ডি মারিয়া, কেইলর নাভাসরা।

উল্লেখ্য, এই মুহূর্তে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে পিএসজি। ২১ ম্যাচে দলটির পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লিও।

আবদু দিয়ালো করোনাভাইরাস পিএসজি মার্কো ভেরাত্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর