Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো শুরুর তাগিদ রাহি’র


২৯ জানুয়ারি ২০২১ ১৬:৫৭

চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পেসারদের ভালো শুরুর তাগিদ দিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। তার মতে বল হাতে ইনিংসের শুরুতেই পেসাররা ব্রেক থ্রু এনে দিতে পারলে আখেরে তা দলের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে।

৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় সিরিজটি উপমহাদেশের কন্ডিশন হলেও সেখানে সিমারদের দাপটও অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত উইকেটে চিড় না ধরে উঠে ততক্ষণ পর্যন্ত তারাই সর্বেসর্বা। উইকেটের সেই সুবিধা আদায় করে নিয়ে টাইগার পেসাররা যদি দ্রুতই ক্যারিবিয়দের টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত ধসিয়ে পারেন তবে জয়ের বাদবাকি কাজটি ব্যাটসম্যানরা অনায়াসেই করে ফেলতে পারবেন। সঙ্গত কারণেই সতীর্থদের ভাল শুরুর তাগিত দিলেন ডান হাতি এই সুইং স্পেশালিস্ট।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ সিনারিও অনুশীলনের ফাঁকে তিনি একথা জানান।

রাহি বলেন, ‘আমরা (পেস আক্রমণ) যদি শুরুটা ভালো করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের দলের শুরুটাও ভালো হবে।’

সাদা পোষাকে টিম বাংলাদেশ সবশেষ খেলেছে প্রায় এক বছর আগে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে নেমেছিল ডোমিঙ্গো শিষ্যরা। এরপর কেটে গেছে ১১ টি মাস। সব ঠিক থাকলে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ দিয়ে আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন মুমিনুল হক অ্যান্ড কোং। লম্বা এই সময়টিতে ক্রিকেটের জন্য অধীর আগ্রহে ছিলেন বলে জানালেন রাহি।

‘সর্বশেষ ফেব্রুয়ারিতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে শেষ টেস্ট খেলেছিলাম। তারপর প্রায় একবছর পর টেস্ট ক্রিকেট হচ্ছে। হ্যাঁ, অনেক দিন অপেক্ষায় ছিলাম কারণ অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট হয় নাই। এখন আবার ক্রিকেট শুরু হয়েছে, টেস্ট ক্রিকেট শুরু হয়েছে। এত দীর্ঘ সময় আর মোটিভ বলতে গেলে নিজেদের মাঝে অনুশীলন করেছি আর অনেক সময় সিলেট স্টেডিয়াম বলেন আমরা আমাদের অনুশীলন চালিয়ে গেছি আমি, এবাদত (হোসেন), খালেদ (আহমেদ)। তো আমরা চেষ্টা করছি যে এটলিস্ট যখন ক্রিকেট শুরু হবে যাতে আমাদের বোলিংয়ের ওভারলোড আছে সেটা যেন হাই থাকে। এটাই আমরা চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আবু জায়েদ রাহী বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর