Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টের আগে ক্যারিবিয়ান কোচের হুঁশিয়ারি


২৮ জানুয়ারি ২০২১ ২২:১২

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে আগে বোলিং করে ক্যারিবিয়ানদের দেড়শ’র আগেই গুটিয়ে দিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। আগে ব্যাটিং করে প্রায় তিনশ রান তুলে সফরকারীদের ১২০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স বলছেন, টেস্টের লড়াইটা এতোটা একতরফা হতে দিবেন না তারা।

বিজ্ঞাপন

করোনাভীতির কারণে বেশ কয়েকজন ক্রিকেটার সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে অনেকটা নতুন এক দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে হয়েছে ক্যারিবিয়ানদের। কিন্তু টেস্ট স্কোয়াডে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। পেস আক্রমণের দুই সেরা অস্ত্রো কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল এসেছেন বাংলাদেশে। ব্যাটিংয়ে বড় ভরসা ক্রেইগ ব্র্যাথওয়েটও এসেছেন টেস্ট খেলতে। টেস্টের আগে এসবই শক্তি যোগাচ্ছে সিমন্সকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ক্যারিবিয়ান কোচ সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘টেস্ট সিরিজে আমাদের হয়তো এক-দুই জনের অভিষেক হবে। ওয়ানডে সিরিজে হয়েছিল ১০ জনের। এটা অনেক বড় পার্থক্য। টেস্ট দলে অনেকেই আছে যারা আগে এখানে খেলেছে। ক্রেইগ (ব্র্যাথওয়েট) সবশেষ সফরে অধিনায়ক ছিল। শ্যানন (গ্যাব্রিয়েল) ও (কেমার) রোচ এখানে খেলেছে। টেস্ট সিরিজের জন্য দলে এমন অভিজ্ঞদের পাওয়া দারুণ ব্যাপার।’

সিমন্স বললেন, টেস্ট সিরিজ যে ওয়ানডের মতো অতোটা এক তরফা হবে না সেটা বাংলাদেশও আন্দাজ করতে পারছে। তিনি বলেন, ‘যদি আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, ম্যাচে কঠোর পরিশ্রম ও ঠিকঠাক পরিকল্পনা করতে পারি তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট হতে পারে। আমার মনে হয়, ওরা (বাংলাদেশ) জানে এটা ওয়ানডে সিরিজের মতো সহজ হবে না। তবে এরপরও আমাদের ঠিকঠাক খেলতে হবে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে।

কেমার রোচ ফিল সিমন্স বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শ্যানন গ্যাবিয়েল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর