Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক


২৭ জানুয়ারি ২০২১ ২১:০৪

চট্টগ্রাম থেকে: নতুন সঙ্গী পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল। মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনদের সঙ্গে এখন থেকে সাকিব-তামিমদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন এক সময়য়ে জাতীয় দলের জার্সি গায়ে স্পিন জাদু চালানো মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৯ম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গৃহীত হলে সংবাদ মাধ্যমকে এতথ্য জানান বিবিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হ্যাঁ, আব্দুর রাজ্জাক আমাদের ন্যাশনাল সিলেক্টর।’

২০১৭ সালের আগস্ট থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন নির্বাচকের কাজ করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায়ন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরী হয়েছিলো। কেননা জাতীয় দল, ‘এ’ দল, এইচপি টিমদলসহ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও খোঁজ রাখতে হয়। ফলে তৃতীয় নির্বাচকের খোঁজে ছিলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আর সেই খোঁজে তাদের প্রথম পছন্দ আব্দুর রাজ্জাক। শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করলো বিসিবি।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনোও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটসংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)। জাতীয় নির্বাচক হওয়ার পরে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছি। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

আকরাম খান আব্দুর রাজ্জাক নির্বাচক আব্দুর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর