Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি মাসে সেরা ক্রিকেটার নির্বাচন করবে আইসিসি


২৭ জানুয়ারি ২০২১ ১৬:৪৫

ক্রিকেটে আরেকটা সংযোজন ঘটাল খেলাটির সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটেও এখন মাস সেরা ক্রিকেটার ‘প্লেয়ার অফ দ্যা মান্থ’ নির্বাচন করার উদ্যোগ নিয়েছে আইসিসি। এতোদিন শুধু বর্ষ সেরা ক্রিকেটার ও দশক সেরা ক্রিকেটারই নির্বাচন করে আসছিল সংস্থাটি।

এক মাসের পারফরম্যান্স বিবেচনা করে ‘প্লেয়ার অফ দ্যা মান্থ’ নির্বাচন করা হবে। ভোটিং পন্ধতিতে সেরা নির্বাচন করবে আইসিসি। এই ভোটিংয়ে অংশ নিবেন আইসিসির ভোটিং একাডেমি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেট সমর্থকরা। আইসিসির ভোটিং একাডেমি গঠিত হবে জৌষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের নিয়ে। নির্বাচনে ভোটিং একাডেমির ভোট বিবেচনা করা হবে শতকরা ৯০ ভাগ, আর বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট।

বিজ্ঞাপন

পুরুষ ও নারী দুই বিভাগেই ‘প্লেয়ার অফ দ্যা মান্থ’ নির্বাচন করবে আইসিসি। চলতি জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম থেকেই এই আয়োজন শুরু করবে আইসিসি।

প্রতি মাসের পারফরম্যান্স বিবেচনা করে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইসিসির অ্যাওয়ার্ড নমিনেশন কমিটি। সেখান থেকে ভোটিং পন্ধতিতে নির্বাচন করা হবে সেরা ক্রিকেটার।

চলতি জানুয়ারি মাসের তিন জনের তালিকা প্রকাশ করা হবে কয়েক দিনের মধ্যে। পারফরম্যান্সের ভিত্তিতে ধারণা করা হচ্ছে তালিকায় স্টিভেন স্মিথ, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, মারিয়ান ক্যাপ, নিদা দার, ঋষাভ পান্ত, সাকিব আল হাসানদের যে কেউ তালিকায় জায়গা করে নিতে পারেন।

আইসিসি প্লেয়ার অফ দ্যা মান্থ রিশভ পন্ত সাকিব আল হাসান স্টিভেন স্মিথ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর