একটি জয়ের জন্য মুখিয়ে উইন্ডিজ
২৭ জানুয়ারি ২০২১ ১৪:২২
ওয়ানডে সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের জন্য নিদারুণ বেদনা বৈকি আর কিছুই নয়। তিন ম্যাচ সিরিজের একটিতেও যে জয়ের আনন্দে ভেসে অতিথিদের মাঠ ছাড়া হয়নি। উল্টো প্রতিটি ম্যাচেই বরণ করে নিতে হয়েছে ব্রিবতকর এক একটি হার। তাতে স্বাগতিক টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছে ওয়ানডে দলকে। এমতাবস্থায় খুব করে একটি জয় চাইছে সফরাকারি দলটি।
বলার অপেক্ষাই থাকছে না, ওয়ানডে সিরিজ যেহেতু শেষ তাই টেস্ট সিরিজের দিকেই নিশানা তাক করেছেন কোচ ফিল সিমন্সের শিষ্যরা। যার শুরুটা হচ্ছে ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে কাঙ্খিত সেই জয় ধরা দিলেই ঢাকায় টাইগারদের বধ করে সিরিজ জয়ের পথ প্রশস্ত হবে বলে মনে করেন দলের অফস্পিনার রাকিম কর্নওয়াল।
তার মুখেই শুনুন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আমি আশা করছি যে আমরা দেশের মাটিতে আমাদের ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেব।’
সেই মিশনে তাদের প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে বলে বিশ্বাস অভিষেকেই চমকে দেওয়া এই স্পিনারের।
‘আমার মনে হয় প্রস্তুতি ভালোই হচ্ছে। আমাদের কিছু প্র্যাকটিস সেশন হয়েছে যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের মনোযোগী থাকতে হবে এবং সময়মতো আমাদের কাজ করতে হবে।’
উপমহাদেশের কন্ডিশন সবসমই স্পিন বান্ধব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যন্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো সিমিং কন্ডিশন সমৃদ্ধ দেশগুলোকে এখানে এলে হরহামেশাই স্পিনারদের বিপক্ষে ভুগতে হয়। ক্যারিবিয়দের বিপক্ষে আসন্ন টেস্টেও যে একই দৃশ্যের মঞ্চায়ন হবে না একথা নিশ্চিত করে বলার উপায় নেই। তবে সেই লক্ষ্যে সতর্ক রাকিম ও তার সতীর্থরা। বিশেষত লম্বা বাংলাদেশে থাকাটা তাদের জন্য বেশ সহায়ক হয়েছে বলে মনে করেন রাকিম।
‘হ্যাঁ, ‘এটি সাহায্য করছে। আপনাকে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আগামি ২৯-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গড়াবে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ শেষে ৩-৭ ফেব্রুয়ারি বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। দ্বিতীয়টি গড়াবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সারাবাংলা/এমআরএফ/এসএস
উইন্ডিজ সিরিজ জয়ের জন্য মুখিয়ে টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ রাকিম কর্নওয়েল