Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি সবচেয়ে ঘৃণিত খেলোয়াড়: আলবা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১ ১৪:৫৮

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা জানালেন তিনি বুঝতে পারেন যে কেন মানুষ তাকে এত বেশি ঘৃণা করেন। সমর্থকদের তার প্রতি ঘৃণা এবং সমর্থকরা কীভাবে তাকে দেখে সবকিছু নিয়েই খোলাখুলি আলোচনা করেন আলবা।

জর্দি আলবা বলেন, ‘এটা সত্য যে মানুষ আমাকে ফুটবলার হিসেবেই চেনে। এবং আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ফুটবলার। আমি জানি এটা।’

কেনই এমন ভাবার কারণ আলবার? সেটাও জানিয়েছেন আলবা। তিনি বলেন, ‘আমি জানি আমার খেলার ধরনের জন্য অনেকে আমাকে ঘৃণা করে। কিন্তু আমার খেলার ধরনটাই এমন। আমি এভাবে খেলার কারণেই আজকে এখানে দাঁড়িয়ে আছি।’

তবে মাঠের খেলোয়াড় আর মাঠের বাইরের মানুষ জর্দি আলবার ভেতরে পার্থক্য আছে অনেক। এ ব্যাপারে আলবা বলেন, ‘আমি ফুটবল মাঠে যেমনই হই না কেন এর বাইরে আমি অনেক নম্র মানুষ। কেউ একবার আমার সঙ্গে মিশলে আমাকে বুঝতে পারবে। খেলোয়াড় জর্দি আর মানুষ জর্দি অনেক আলাদা। আমার সতীর্থরা এটা বেশ ভালোভাবেই বুঝতে পারে।’

আলবা আরও যোগ করেন, ‘হ্যাঁ মাঠে খেলার সময় আমি কিছুটা বিরক্তিকর কিন্তু সত্য বলতে যারা আমাকে আসলেই চেনে তারা জানে আমি বাস্তব জীবনে মোটেও ওমন না। আর এই কারণেই মানুষ আমাকে ঘৃণা করে।’

সারাবাংলা/এসএস

ঘৃণিত ফুটবলার জর্দি আলবা বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর