Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরেই সিরিজ সেরা সাকিব


২৫ জানুয়ারি ২০২১ ২০:৪৩

নিষেধাজ্ঞার কারণে স্বীকৃতির জায়গায় গত এক বছর ‘বিশ্বসেরা’ হয়ে থাকা হয়নি সাকিব আল হাসানের। র্যাংকিং থেকে সাকিবের নাম কেটে দিয়েছিল আইসিসি। তবে মুক্ত হওয়ার পর ওয়ানডে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের নাম সবার উপরেই ছিল। এক বছর পর ক্রিকেটে ফিরেছেন তাতে কী! সাকিব খেললেনও বিশ্বসেরার মতো। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার।

এতোটা হয়তো প্রত্যাশা করেননি সাকিবের পার সমর্থকরাও। আইসিসির নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের কাছেে ঘেঁষতে পারেননি পাক্কা এক বছর। ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামের ঘরোয়া টুর্নামেন্টে সাকিব ছিলেন একেবারেই বিবর্ণ। বোলিংয়ে রান খরচ কম করলেও উইকেট তুলে নিতে পারেননি। ব্যাট হাতে ছিলেন পুরো ব্যর্থ। লম্বা বিরতির কারণে মরচে পড়ার বার্তা পাওয়া যাচ্ছিল পারফরম্যান্সে। কিন্তু তার কদিন পরেই আন্তর্জাতিক ক্রিকেটে কী ক্রিকেটাই না খেললেন সাকিব!

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ব্যাট হাতে জড়তা দেখা গেছে। কিন্তু বোলিংয়ে রেকর্ড গড়েছেন। ৭.২ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় ৪টি উইকেট নিয়েছিলেন সাকিব। ব্যাটিং জড়তা পরের দুই ওয়ানডেতে আর দেখা যায়নি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৪৩ রান করে অপরাজিত ছিলেন। আজ তৃতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পেয়েছেন (৫১ রান)। সব মিলিয়ে তিন ম্যাচে রান তুলেছেন ১১৬টি, সিরিজে রান তোলার হিসেবে যা তৃতীয়।

আর বল হাতে তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, যা উইকেট সংগ্রহের হিসেবে সিরিজের দ্বিতীয় সেরা। শেষ ওয়ানডেতে চোটের কারণে আগেভাগেই মাঠ ছাড়তে হয় সাকিবকে। ফলে বোলিং করতে পারেননি সব ওভার। তা না হলে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মেহেদি হাসান মিরাজকে (৭ উইকেট) হয়তো ছাড়িয়েই যেতেন!

বিজ্ঞাপন

এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরা হিসেবে অন্য কাউকে হয়তো ভাবেনও-নি নির্ধারকরা। অনুমিতভাবেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন সাকিব আল হাসান। অতীতে বিরতির পর ফিরে প্রতিবারই নজরকাড়া পারফর্ম করেছেন সাকিব। এবারও তার ব্যতিক্রম হলো না।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান সিরিজ সেরা