Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজি’তে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১ ১২:৫৩

গত মৌসুম থেকেই কিলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি বর্ধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই। তবে শুরু থেকেই নতুন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে চুপ হয়ে আছেন এমবাপে। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে ফ্রেঞ্চ এই তারকাকে দলে ভেড়াতে ইছা পোষণ করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এতদিন নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু না বললেও এবারে এমবাপে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলেইন জানিয়েছেন।

মোপেঁলিয়ের বিপক্ষে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন এমবাপে। আর এরপরেই নিজের ভবিষ্যৎ নিয়ে দিলেন ইঙ্গিত। ২০২২ সালের জুনে পিএসজির সঙ্গে এমবাপের স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আর তাই তো তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে উঠে পড়ে লেগেছে ক্লাবটি কর্তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে এক বছর চুক্তির মেয়াদ বাকি থাকতেই তাকে দলে ভেড়ানোর গুঞ্জন রিয়ালের। বেশ কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদের রাডারে আছেন এমবাপে। তবে এমবাপে জানালেন প্যারিসেও হতে পারে তার ভবিষ্যৎ।

এমবাপে বলেন, ‘আমরা পিএসজির সঙ্গে আলোচনা করছি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমি যদি নতুন চুক্তি স্বাক্ষর করি তাহলে সেটা দীর্ঘদিনের জন্যই হবে।’

ফ্রেঞ্চ এই তারকা আরও বলেন, ‘আমি এখানে খুব খুশি। আমি সবসময়ই এখানে খুশি ছিলাম। সমর্থক, ক্লাব সবকিছুই আমার জন্য অনেক সুখকর সময় উপহার দিয়েছে। আমি সবসময়ই ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি আমার জন্য ভাবছি। আমি সেটাই করব যেটা আমার জন্য ভবিষ্যতে ভালো হবে। আমি সেখানেই থাকবো যেখানে আমার জন্য ভালো হবে।’

নিজের ভবিষ্যৎ আর ধোঁয়াশার ভেতরে রাখতে চাইছেন না এমবাপে। এবারে সব খোলাসা করবেন এই ফ্রেঞ্চ। তিনি বলেন, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু আমি এখন কেবল বর্তমানের কথা ভাবছি। আমার কাছে উত্তর থাকলে আমি আজই বলে দিতাম। আমি এখন চুক্তি স্বাক্ষর করে পরে বলতে চাইনা যে আমি এখনই ক্লাব ছাড়ব। আমি চুক্তি স্বাক্ষর করলে দীর্ঘ সময়ের জন্যই স্বাক্ষর করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কিলিয়ান এমবাপে চুক্তি স্বাক্ষর নতুন চুক্তি স্বাক্ষর পিএসজি প্যারিস সেইন্ট জার্মেই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর