করোনায় আক্রান্ত জিদান
২২ জানুয়ারি ২০২১ ১৮:০৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৯:২৬
সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিনেদিন জিদানের। নতুন বছরে দলের টানা ব্যর্থতার কারণে রিয়াল মাদ্রিদের কোচের চেয়ার থেকে তার ছাঁটাইয়ের কথা উড়ছে। এবার স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ।
পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। মাদ্রিদের ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে যে আমাদের কোচ জিনেদিন জিদান কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন।’
কিছুদিন আগে স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদ বাদ পড়েছে কোপা দেল রে থেকেও। দুদিন আগে তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর বিপক্ষে হেরে কোপা থেকে বিদায় নিশ্চিত হয়েছে রিয়ালের। তারপর থেকেই জিদানকে ছাঁটাইয়ের গুঞ্জন বেড়ে গেছে।
রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে রিয়াল। নিশ্চয় ক্লাব কর্তাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টায় ডাগ আউটে যেতেন জিদান। কিন্তু করোনা সেটা আর হতে দিচ্ছে না। আলাভেজের ম্যাচ তো অবশ্যই আগামী দুই সপ্তাহ হয়তো ডাগ আউটে দেখা যাবে না তাকে। স্বাস্থ্যবিধি অনুযায়ী ইতোমধ্যেই আইসোলেশনে গেছেন ফরাসি কিংবদন্তি।