Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা


২২ জানুয়ারি ২০২১ ১৭:১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ১৪ সদস্যের বিসিবি একাদশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর টেস্টের প্রাথমিক স্কোয়াড থেকে জায়গা করে নিয়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন; মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদ।

শুক্রবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞাপন

১৪ সদস্যের দলে যারা আছেন: নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলী রাব্বি, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

আগামী ২৯-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়াবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচ শেষে ৩-৭ ফেব্রুয়ারি বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। দ্বিতীয়টি গড়াবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি সাইফ হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর