শেষ দিকের দৃঢ়তায় উইন্ডিজ থামল ১৪৮ রানে
২২ জানুয়ারি ২০২১ ১৪:৪৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৪:৪৮
টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানেই ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে রোভমান পাওয়েলের দৃঢ়তায় ৪৩.৪ ওভারে ১৪৮ রানে থামে উইন্ডিজের ইনিংস। বাংলাদেশের সামনে তাতেই ১৪৯ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। উইন্ডিজের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন কিরন ওটলে এবং সুনীল অ্যাম্ব্রিস।
ইনিংসের ৫ম ওভারে বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান, ওই ওভারের ৫ম বলে সুনীল অ্যাম্ব্রিসকে তুলে নিলে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। আউট হওয়ার আগে অ্যাম্ব্রিস নামের পাশে যোগ করেন কেবল ছয়টি রান।
দ্বিতীয় উইকেটে জশুয়া ডা সিলভা ও অভিষিক্ত কিরন ওটলে মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিছুটা সফল হলেও খুব বেশি বড় জুটি গড়তে দেননি টাইগাররা। ২৬ রানের জুটি ভাঙে কিরন ওটলেকে (২৪) তামিম তালুবন্দি করলে। এর মাত্র দুই বল যেতে না যেতেই জশুয়া ডা সিলভাকে (৫) বোল্ড করেন মিরাজ। দলীয় মাত্র ৩৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ।
এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়া উইন্ডিজকে আরও চাপে ফেলতে প্রথমবারের মতো সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম। আর অধিনায়কের আস্থার অবদান সাকিব দেন অ্যান্ড্রে ম্যাকার্থির উইকেট তুলে নিয়ে। ১৫তম ওভারের শেষ বলে ৩ রান করা ম্যাকার্থি যখন বোল্ড হয়ে ফিরছেন তখন উইন্ডিজের স্কোরবোর্ডে রান সংখ্যা মাত্র ৩৯।
১৮তম ওভারের ৪র্থ বলে রান আউটে কাঁটা পড়েন কাইল মায়ার্স। আর তাতেই দলীয় মাত্র ৪১ রানে ৫ম উইকেটের পতন ঘটে উইন্ডিজের। ঠিক যখনই অধিনায়ক জেসন মোহাম্মদ এবং ঙ্ক্রুমাহ বোনারের সঙ্গে জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন তখনই জেসনকে (১১) এলবি’র ফাঁদে ফেলেন সাকিব। আর তাতেই ২৪তম ওভারে এসে ৬৭ রানে ষষ্ঠ উইকেটের পতন উইন্ডিজের।
পরের ওভারে বল করতে এসে ৪র্থ বলে ঙ্ক্রুমাহ বোনারকে (২০) বোল্ড করেন হাসান মাহমুদ। ৩০তম ওভারে আম্পায়ারের নটআউটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রেমন রেইফ্রিকে (২) এলবি’র ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ।
নবম উইকেটে রোভমান পাওয়েল এবং আলজাররি জোসেপ মিলে ৩২ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। উইন্ডিজ ইনিংসের এটিই সর্বোচ্চ রানের জুটি। আর তাতেই দলীয় রান ১০০ পার করে সফরকারীরা। তবে ৩৭তম ওভারে জোসেপকে (১৭) লিটন দাসের তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ১২০ রানে ৯ উইকেটের পতন ঘটে উইন্ডিজের। এরপর রোভমান পাওয়েলের দৃঢ়তায় উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করা পাওয়েলকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৯.৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে চারটি উইকেট নেন তিনি। এছাড়া সাকিব আল হাসান ১০ ওভারে ৩০ রানে দুটি, মোস্তাফিজুর রহমান ৭.৫ ওভারে ১৫ রানে দুটি উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ ৯ ওভারে ৫৪ রানের বিনিময়ে নেন একটি উইকেট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডা সিলভা, সুনীল অ্যাম্ব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), অ্যান্ড্রে ম্যাকার্থি, রেমন রেইফ্রি, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, ঙ্ক্রুমাহ বোনার, অ্যাকেল হোসেন, অ্যালজারি জোসেপ এবং কিরন ওটলে (অভিষিক্ত)।
সারাবাংলা/এসএস
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং টপ নিউজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ ফিল্ডিংয়ে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ