Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যানফিল্ডে ভেঙেছে লিভারপুলের অপরাজিত থাকার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২১ ১০:৩৮

২০১৭ সালের এপ্রিলে শেষবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল লিভারপুল। এরপর টানা ৬৮ ম্যাচ ঘরের মাঠে অপরাজিত ছিল অল রেডসরা। অবশেষে দীর্ঘ ৬৮ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটালো বার্নলি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে লিভারপুলের অপরাজেয় রেকর্ডের ইতি ঘটালো বার্নলি।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল; ড্র তিনটি, দুটিতে হার। এই নিয়ে শেষ চার ম্যাচে তারা গোল করতেই ব্যর্থ হলো। মোহামেদ সালাহ, রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে নামা লিভারপুল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সেভাবে পরীক্ষা নিতে পারছিল না। কয়েক মিনিটের ব্যবধানে দিভোক ওরিগির দুটি প্রচেষ্টা সহজেই ঠেকান নিক পোপ।

বিজ্ঞাপন

প্রথমার্ধ শেষের আগেই গোলের দুর্দান্ত সুযোগ আসে অল রেডসদের কাছে। বার্নলির ডিফেন্ডারের ভুলে ওরিগি বল পেয়ে যান, এরপর গোলরক্ষক নিক পোপকে কাটিয়ে শট নিলে তা ক্রসবারে লেগে ফিরে আসে। আর লিভারপুল বঞ্চিত হয় গোল থেকে।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় সাদিও মানের পাসে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান পোপ। এর একটু পরই ওরিগি ও অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইনকে তুলে নিয়ে সালাহ-ফিরমিনোকে মাঠে নামান ক্লপ।

তবে কিছুতেই গোলের দেখা মিলছিল না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। গোল করা তো পরের ব্যাপার উল্টো ম্যাচের ৮৩ মিনিটে গোল হজম করে লিভারপুল। ডি বক্সের ভেতর অ্যালিসন বেকার ফাউল করলে পেনাল্টি পায় বার্নলি। স্পট কিক থেকে গোল করলে বার্নলি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে।

বিজ্ঞাপন

এই ম্যাচে পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে থেকে গেল অল রেডসরা। ১৯ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল ৩৪ পয়েন্ট নিয়ে চারে আছে। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে বার্নলি। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল অ্যানফিল্ড লিভারপুল বনাম বার্নলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর