Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ বাঁচাতে মরিয়া জোসেফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৯:৪৯

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াচ্ছে। এরপর সিরিজের বাকি ওয়ানডে ম্যাচটি চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরিতে। তবে চট্টগ্রামে সিরিজের বাকি অংশ চলে যাওয়ার আগেই সিরিজের দফারফা হয়ে যেতে পারে। বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই নিশ্চিত সিরিজ। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ শিবির। সেটাই দ্বিতীয় ম্যাচ পূর্ববর্তী অনলাইন সংবাদসম্মেলনে জানালেন উইন্ডিজ ক্রিকেটার অ্যালজারি জোসেফ।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩২.২ ওভারে গুটিয়ে গেছেন সফরকারীরা। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাইল মায়ার্স। রোভমান পাওয়েল করেন ২৮ রান। স্বল্প রানের এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারেই ছয় উইকেট হাতে রেখে কাঙ্খিত জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে এবার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা উইন্ডিজ শিবির থেকে। সেই সূত্র ধরে জোসেফ জানান, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিল, ঠিক সেভাবে আমরা খেলতে পারিনি। সবাই জানে দলে তাদের কীভাবে অবদান রাখতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে আমরা শক্তভাবে ফিরে আসার জন্য তৈরি।’

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে উইন্ডিজরা। পেসারদের সঙ্গে সঙ্গে স্পিনাররাও টুঁটি চেপে ধরে উইন্ডিজ ব্যাটসম্যানদের। তাই তো মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে স্বরুপে ফেরার ইঙ্গিত তাই দিলেন জোসেফ। তিনি বলেন, ‘আমরা প্রথম ম্যাচে রান করতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো করব বলে বিশ্বাস করি। আমরা প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি এটা সবাই দেখেছে। কিন্তু পরের ম্যাচে আমরা শক্তভাবেই ফিরব।’

দ্বিতীয় ওয়ানডেতে পা হড়কালেই সিরিজ চলে যাবে টাইগারদের দখলে। আর তাই তো যেকোনো মূল্যেই দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ বাঁচানোর লক্ষ্য এখন উইন্ডিজের। সেই লক্ষ্যে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে তারা। ‘আমাদের দলের সবাই জানে এই ওয়ানডেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা প্রথম ওয়ানডে থেকেই বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ এটা কেবল একটা ম্যাচ নয়, এটা একটি সিরিজ। এই ম্যাচ হারলে সিরিজটাই চলে যাবে আমাদের হাত থেকে। দলের সবাই এই ম্যাচ খেলার জন্য অনেক আত্মবিশ্বাসী এবং নিজেদের সেরাটা দিতেও প্রস্তুত রয়েছে।’-যোগ করেন জোসেফ।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অ্যালজারি জোসেপ উইন্ডিজ কোচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দ্বিতীয় ওয়ানডে প্রথম ওয়ানডেতে হার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাঁচানোর লড়াই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর