ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার ভ্যাকসিন পাচ্ছেন টাইগাররা
২০ জানুয়ারি ২০২১ ১৯:০২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২৩:৫৩
ভারত সরকারের দেওয়া উপহার হিসেবে আগামীকাল ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বাংলাদেশে। এর মধ্য দিয়েই বিশ্বের অন্যান্য দেশের মত এদেশেও ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমদানিকৃত ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে ২৫ জানুয়ারি। এর ঠিক পরের মাসেই অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রাইভেট ভ্যাকসিন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
তার আগে যদি বাংলাদেশ সরকার ভ্যাকসিন এনে থাকেন এবং এর আওতায় দেশের ক্রীড়াঙ্গনের প্লেয়াররা তাদের পরিকল্পনায় থেকে থাকেন তাহলে অবশ্যই তা ক্রিকেটাররাও পাবেন বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ শেষে হোম অব ক্রিকেটে মিরপুর শের ই বাংলায় তিনি একথা জানান।
বিসিবি বস বলেন, ‘প্রাইভেট ভ্যাকসিনটা আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে অবশ্যই আমাদের প্রথম প্রয়োরিটি ক্রিকেটে যারা আছে তারা অবশ্যই পাবে। এখন যদি দেখি সরকার যদি তার আগে আনে…. আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে। যদি আনে ক্রিকেট প্লেয়ারদের না পাওয়ার কোন কারণ নেই। এখন ওনারা কবে শিডিউলিং করেছেন এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে আমার ধারণা ফার্স্ট প্রায়োরিটি পাবে ক্রিকেট প্লেয়াররাা।’
‘আমি জানি ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে, সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। আর যেটা নাকি সরকার কিনছে ওটা ৫০ লাখ আমার জানা মতে এটা ২৫ তারিখে আসবে। আমরা এতটুকু জানি সরকারের যে ৫০ লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য একটা তো আছেই প্লাস প্রাইভেট আমরা আনব জানি।’ যোগ করেন বিসিব সভাপতি।