অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ
২০ জানুয়ারি ২০২১ ১৭:১২
দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কী দারুণ শুরুই না পেল বাংলাদেশ। তিনওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানেই গুটিয়ে দিয়েছেন টাইগাররা। তার চেয়েও ভালো শুরু হলো হয়তো হাসান মাহমুদের! ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন ২১ বছর বয়সী তরুণ।
মাশরাফি বিন মুর্তজাকে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেই। ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দারুণ একটা পেস আক্রমণ গড়ে তুলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই ভাবনা থেকেই ওয়ানডে দলে হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের অন্তর্ভূক্ত করা। সেটা অনেকটা অনুমিত হলেও সিরিজের প্রথম ওয়ানডেতেই সে মাহমুদের অভিষেক হয়ে যাবে সেটা নিশ্চয় ভাবেনি কেউ। ভাগ্যের জোড়েই সেই সুযোগটা পেয়েছেন মাহমুদ।
পেস অলরাউন্ডার সাইফউদ্দিন এখনো পুরো ফিট হয়ে উঠেননি। সেই কারণেই তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে মাহমুদকে মাঠে নামিয়ে দেয় বাংলাদেশ। বাকি গল্পটা স্মরণীয় হয়ে থাকবে ২১ বছর বয়সী পেসারের জন্য। গতি আর বাউন্সে অনভিজ্ঞ ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে ভুগিয়েছেন প্রতি ওভারেই।
নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানের আগুন ঝড়ানো বোলিংয়ের কারণে বোলিংয়ের কোটা পূর্ণ করতে পারেননি, ছয় ওভার বোলিং করেছেন মাহমুদ। তাতেই নিজের ছাপটা রেখেছেন। ৬-১-২৮-৩! অর্থাৎ ছয় ওভার বোলিং করে মাত্র ২৮ রান খরচায় উইকেট নিয়েছেন তিনটি, একটা ওভার মেডেনও আদায় করে নিয়েছেন।
২০১৮ সালের যুব বিশ্বকাপে আলো ছড়ানো মাহমুদ চোটের কারণে মাঠের বাইরে ছিলেন পাক্কা দেড় বছর। চোট কাটিয়ে ফিরে নজড়ে আসতে অবশ্য বেশি সময় নেননি। ইমার্জিং এশিয়ান কাপ, বিপিএলে দারুণ পারফর্ম করেছেন। তাকে নেটে দেখে অনেক আগেই পছন্দ করে রেখেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ সেই তামিমই ওয়ানডে অভিষেক ক্যাপ পড়িয়ে দিয়েছেন মাহমুদকে। দীর্ঘদেহী পেসার নিশ্চয় চাইবেন শুরুর এই ফর্ম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি হাসান মাহমুদ