Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বার ভারতকে দেখে অনুপ্রাণিত উইন্ডিজ


১৯ জানুয়ারি ২০২১ ২০:১৫

ব্রিজবেন টেস্টের জয়ের হাওয়া যেন ওয়েস্ট ইন্ডিজ দলেও এসে লেগেছে। তারা কেবলই ভেবে চলেছে, গ্যাবায় সফরকরী ভারত যদি ৫ অভিষিক্ত ক্রিকেটার নিয়ে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে আমরা কেন নয়? বলে রাখা ভাল বাংলাদেশের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ দলের সাত জনের অভিষেক হওয়ার কথা রয়েছে। এবং শক্তিশালি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক এই জয় যেন ক্যারিবিয়দের বাংলাদেশ বধে অনুপ্রেরণা যুগিয়ে চলেছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের শুরু থেকেই চোট হানা দেয় ভারত দলে। ফলে মূল দলের ক্রিকেটার হারায় ভারত। তার ওপর আবার প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি কাটাতে স্ত্রী অনুশকার কাছে ভারতে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। এরপর একে একে পাঁচ ক্রিকেটারকে টেস্ট ক্যাপ পরিয়ে দেয় টিম ইন্ডিয়া। কিন্তু তবুও অজিদের মাটিতে সিরিজ জয়ের মহাকাব্য রচনা থেকে ভারতকে বিরত রাখতে পারেনি অজিরা। স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে ৩২ বছর গ্যাবায় নিজেদের বিজয় নিশান উড়ায় আজিঙ্কা রাহানের ভারত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জুমে যখন ওয়েস্ট ইন্ডিজ দলের ওয়ানডে দলপতি জেসন মোহাম্মদের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়েছে তখনও ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কেটে যায়নি। সেই রেশ থাকতে থাকতেই ক্যারিবিয়ান এক সাংবাদিক প্রশ্নটি করলেন দলপতিকে। ভারত পারলে আমরা কেন নয়?

জেসনের জবাবটি ছিল এমন, ‘আমরা জয়ের ব্যাপারে ভাবছি এবং সেজন্য চেষ্টা করব। নির্ভর করছে আপনি নির্ধারিত দিনে কীভাবে খেলছেন। অবশ্যই নতুন অনেক ক্রিকেটারের অভিষেক হতে চলেছে। যখন আপনার বিশ্বাস থাকবে এবং জয়ের মত দল থাকবে এই্ ব্যাপারগুলো অর্জন করা সম্ভব। এটা ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও দেখা গিয়েছে। আমাদেরও একই মাইন্ডসেট আছে যে কাল থেকে আমরা ভাল ক্রিকেট খেলব এবং আশা করি ফলাফলও আমাদের পক্ষেই আসবে।’

বুধবার (২০ জানুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জেসন মোহাম্মদস্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে গড়াবে। আর তৃতীয় ও শেষটি গড়াবে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জেসন মোহাম্মদ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর