Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য শিগগিরই দরপত্র আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৪:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৫:১৬

করোনা মহামারির দাপটে বিগত বছরের সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সিরিজই স্থগিত হয়ে গেছে। স্থগিত সেই সিরিজগুলো মাঠে গড়ানোর নিমিত্তে সদস্য দেশগুলোর জন্য এখনো ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) তৈরী করতে পারেনি আইসিসি। মূলত সেকারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মুহূর্তে সিরিজ বাই সিরিজ টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করছে। আইসিসি এফটিপি চূড়ান্ত করলেই দীর্ঘ মেয়াদে টিভি সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করবে টাইগার ক্রিকেট প্রশাসন। এবং সেটা নাকি খুব শিগগিরিই হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের একথা বলেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমরা কয়েকবার বলেছি কেন আমরা দীর্ঘমেয়াদে যেতে পারিনি। কারণ এফটিপি চূড়ান্ত হয়নি। এফটিপি চূড়ান্ত না হওয়াতে আমরা শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে আলাদা একটা দিয়েছি স্পন্সর করার জন্য। দুই একদিনের মধ্যেই জানবো সেটা চূড়ান্ত হয়ে যাচ্ছে কি না। যদি চূড়ান্ত হয়ে যায় দুই একদিনের মধ্যে দীর্ঘমেয়াদে ব্রডকাস্টের জন্য আমরা টেন্ডার ইনভাইট করবো।’

করোনার ৭ মাস বিরতির পর গড়ানো প্রথম ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টিভি সম্প্রচার স্বত্ব কিনেছিল টি-স্পোর্টস। এরপর আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্বত্ব ওপেন বিডিংয়ের মাধ্যমে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় কিনে নেয় ব্যানটেক নামক বাংলাদেশি এক মার্কেটিং এজেন্সি। তারা স্বত্ব বিক্রি করে দেয়ায় ৩টি ওয়ানডে ও ২টি টেস্টের এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জালাল ইউনুস টপ নিউজ টিভি স্বত্ব দরপত্র আহ্বান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর