Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান নির্বাচক বললেন ‘এখান থেকেই শুরু’


১৬ জানুয়ারি ২০২১ ১৯:৪৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ২০:০৮

দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় নেই বলে মাশরাফি বিন মুর্তজাকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখা হয়নি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বলতে আগামী ওয়ানডে বিশ্বকাপকেই বুঝানো হয়েছে। নির্বাচকরা চূড়ান্ত দল ঘোষণাতেও সেই কথার একটা ছাপ রাখলেন। বোলিং আক্রমণে বেশ কয়েকজন তরুণকে যুক্ত করা হয়েছে। তাসকিন আহমেদকে ফেরানো হয়েছে। প্রথমবারের মতো ডাকা হয়েছে যুব বিশ্বকাপে নজরকাড়া শরিফুল ইসলাম ও অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো দুই তরুণ পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে। সম্ভাবনাময় স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসানও ডাক পেয়েছেন প্রথমবারের মতো।

বিজ্ঞাপন

মাশরাফিহীন পেস আক্রমণের ভবিষ্যতের কথা চিন্তা করেই দলে ডাকা হয়েছে এই তরুণদের। মাশরাফিকে প্রাথমিক দলে না ডাকা প্রসঙ্গে নির্বাচকরা বলেছিলেন, দীর্ঘ মেয়াদে পরিকল্পনায় অর্থাৎ এখন থেকেই বিশ্বকাপকে সামনে রেখে এগুতে চান তারা। আজ তিন নতুন মুখকে নিয়ে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কথাটা স্মরণ করে দিলেন আবারও।

শনিবার (১৬ জানুয়ারি) দল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় নান্নু বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি মনে করি আমাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হল এই সিরিজ থেকে। আশা করছি এই সিরিজে ইতিবাচক, ভালো ক্রিকেটটা দেখতে পারবো। ২০২৩ বিশ্বকাপ আছে ওয়ানডে, সেটার একটা পরিকল্পনা আছে। এখন আমরা চিন্তা করছি সিরিজ বাই সিরিজ যাবো। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি প্রথমেই ঘরের মাঠে আমরা চাই ভালো ক্রিকেটটা খেলে সিরিজটা শুরু করতে।’

প্রধান নির্বাচক যোগ করেছেন, ‘ আমরা তিনজন আনক্যাপড (অভিষেক না হওয়া) দিয়েছি, এটা পরিকল্পনার অংশ। এ সিরিজ থেকেই আমরা শুরু করছি। ওদের তৈরি করা এবং টিম ম্যানেজমেন্টের সাথে রেখে কাজ করানোর জন্যই এই তিনজন আনক্যাপড রাখা হয়েছে। মাহাদিকে দেওয়া হয়েছে, শরিফুল আছে, হাসান মাহমুদ আছে।’

আসন্ন সিরিজে বাংলাদেশকে ফেভারিট ভাবা হচ্ছে। নান্নুও বললেন প্রত্যাশার সেই চাপটা থাকবে তামিম ইকবালের দলের ওপর। তবে প্রধান নির্বাচক এটাও জানালেন, সেই চাপ কাটিয়ে ভালো করার মতো দলই গড়েছেন তারা, ‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি আরও বেশি চ্যালেঞ্জের। প্রত্যাশা থাকবে ভালো ক্রিকেট খেলা। আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ আছে। নতুন এবং পুরাতন মিলিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে ভালো একটা দল হয়েছে। আমি আশা করছি এই সিরিজে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর