উইন্ডিজ সিরিজে টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
১৬ জানুয়ারি ২০২১ ১৬:১৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৬:২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন তিন মুখ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন পেসার আল আমিন হোসেন, ওপেনার নাঈম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত ও স্পিনার নাসুম আহমেদ। আর ইনজুরির কারণে অনেক আগেই ছিটকে গেছেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
আর দলে ফিরেছেন নিষেধাজ্ঞা কাটানো সাকিব আল হাসান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
শনিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে এই সিরিজের নামকণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ ২০২১’।
সিরিজের সূচি:
১৮ জানুয়ারি: বিকেএসপিতে একদিনের প্রস্ততি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা।
২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি: চার দিনের প্রস্তুতি ম্যাচ: এম এ আজিজ স্টেডিয়াম
৩-৭ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
সারাবাংলা/এমআরএফ/এসএস
১৮ সদস্যের দল উইন্ডিজ সিরিজ ওয়ানডে দল ঘোষণা টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ হাসান মাহমুদ