Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কায় প্রথম ইংলিশ হিসেবে রুটের ডাবল

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১ ১৩:০৬

কলম্বোতে তৃতীয় দিনে ১৬৮ রান নামের পাশে নিয়ে ব্যাট করতে আসেন জো রুট। এরপর ১০৬তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাকিয়ে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে শ্রীলংকায় ডাবল সেঞ্চুরি করলেন রুট। শেষ পর্যন্ত তিনি ২২৮ রান করে আউট হন। আর ইংল্যান্ড অলআউট হয় ৪২১ রানে, প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড নেয় ২৮৬ রানের।

২০১৪ সালে লর্ডসের এই শ্রীলংকার বিপক্ষেই টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন রুট। এর মাত্র দুই বছর পর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৪ রান করেন তিনি। এরপর তৃতীয় ডাবল সেঞ্চুরিটি আসে নিউজিল্যান্ডে ২০১৯ সালে। এর ঠিক বছর দুই পরে এসে এশিয়াতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি রুটের, সবমিলিয়ে যা তাঁর চতুর্থ।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি হাকালেন রুট। লেওনার্ড হাটনের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি এখন রুটের। সাতটি ডাবল টন নিয়ে শীর্ষে ওয়ালি হ্যাম্মন্ড আর পাঁচটি আছে অ্যালেস্টার কুকের নামে।

কেবল এখানেই শেষ নয় চারটি ডাবল সেঞ্চুরি করে সুনিল গাভাস্কার, ব্রেন্ডন ম্যাককুলাম, হাসিম আমলা, মাইকেল ক্লার্ক এবং বর্তমান টেস্টের এক নম্বর ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের পাশেই এখন রুট।

এদিকে ক্যারিয়ারের ৯৮তম টেস্টে এসে রুট ৮ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেলেন। টেস্টে রান সংখ্যার দিক দিয়ে রুট ছাড়িয়ে গেছেন ওয়স্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স (৮,০৩২ রান), অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়াহকে (৮,০২৯ রান)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

চতুর্থ ডাবল সেঞ্চুরি জো রুট টেস্ট সিরিজ টেস্টে ৮ হাজার রান রুটের ডাবল সেঞ্চুরি শ্রীলংকা বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর