Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত বার্সার সভাপতি নির্বাচন

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১ ০৮:৫৫

জোসেপ বার্তোমেউয়ের পদত্যাগের পর থেকে বার্সেলোনার সভাপতির নির্বাচনের গুঞ্জন চলছে। আগের সূচি অনুযায়ী সভাপতি পদের নির্বাচনটি হওয়ার কথা ছিল ২৪ জানুয়ারি। তবে স্পেনের কাতালুনিয়ায় করোনার নতুন ঢেউয়ের কারণে এখনই অনুষ্ঠিত হচ্ছে না বার্সার সভাপতির নির্বাচন। শুক্রবার (১৫ জানুয়ারি) নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতালুনিয়া সরকার।

স্থানীয় সরকার শুক্রবার বার্সার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিল। অবশ্য এর একদিন আগেই সেখানে নতুন করে বিধি নিষেধ আরোপ হয়েছে জনসাধারণের ওপর। মহামারির সংক্রমণ রুখতে কাউকেই জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোসেপ মারিয়া বার্তোমেউ। ক্লাব প্রধানের পদের জন্য লড়বেন ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা, উদ্যোক্তা ভিক্তর ফন্ত ও সাবেক পরিচালক তনি ফ্রেইসা।

এই পরিস্থিতিতে কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

সারাবাংলা/এসএস

বার্সেলোনা বার্সেলোনার নির্বাচন ভিক্টোর ফন্তে লাপোর্তে সভাপতি নির্বাচন