উইন্ডিজ শিবিরে দুসংবাদ, করোনা পজিটিভ হেইডেন
১৫ জানুয়ারি ২০২১ ১১:৫৭
করোনাভাইরাস হানা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ফলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। গত বুধবার দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হন হেইডেন। ফলে আপাতত তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বোর্ড জানিয়েছে, কোভিডের কোন লক্ষনই হেইডেনের ছিল না, ছিলেন অ্যাসিম্পটমিক। এমনকি বাংলাদেশে আসার পর প্রথম কোভিড টেস্টেও তিনি নেগেটিভ হয়েছিলেন। কিন্তু বুধবার দ্বিতীয় পরীক্ষার পর গতকাল জানা যায় তিনি পজিটিভ।
ক্রিকেট উইন্ডিজ আরো জানিয়েছে, বাংলাদেশে আসার পর থেকেই দলের প্রতিটি সদস্য আলাদা আলাদা আইসোলেশনে থেকেছে। কেউই কারো সংস্পর্শে আসেনি। মেডিকেল প্রোটোকল অনুযায়ী দলের অন্যদের থেকে হেইডেন আলাদা রয়েছেন। এবং দলের ফিজিও ড. প্রেমানন্দ সিং তার দেখভাল করছেন। পরবর্তী দুই পিসিআর টেস্টে তিনি নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। এছাড়া দলের বাদবাকি সবাই দ্বিতীয় টেস্টে নেগেটিভ এসেছেন।
সফর সূচি:
১৮ জানুয়ারি: বিকেএসপিতে একদিনের প্রস্ততি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা।
২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি: চার দিনের প্রস্তুতি ম্যাচ: এম এ আজিজ স্টেডিয়াম
৩-৭ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
সারাবাংলা/এমআরএফ