Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ফাঁদেই লঙ্কানরা


১৪ জানুয়ারি ২০২১ ২২:২৪

বাইরের দলগুলোর জন্য স্পিন ফাঁদ পাতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য নতুন কিছু নয়। শ্রীলঙ্কাও বারবার হাঁটে সেই রাস্তায়। ইংল্যান্ডের বিপক্ষে গলে সেই রাস্তায় হাঁটতে গিয়ে উল্টো নিজেরাই বিপদে পড়েছেন স্বাগতিকরা। স্পিন স্বর্গ বানিয়ে গলে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। পরে জো রুট ও জনি বেয়ারস্টোর দারুণ ব্যাটিংয়ে ২ উইকেটে ১২৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের বড় সর্বনাশটা করেছেন ইংল্যান্ডের অল্প পরিচিত স্পিনার ডম বেস। তরুণ এই স্পিন অলরাউন্ডার মাত্র ৩০ রানে ৫ উইকেট নিয়ে লঙ্কানদের দেড়শ পেরুতে দেননি। শুরুটা করেছিলেন অবশ্য স্টুয়ার্ট ব্রড।

টস জিতে লঙ্কানরা প্রথমে ব্যাটিং করতে নামলে শুরুতে গতির ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার। ২৫ রানের মাথায় তিন উইকেট হারায় শ্রীলঙ্কা, তিনটিই নিয়েছেন ব্রড। শুরুর সেই ধাক্কার পরে ডম বেসের স্পিন বিষে নীল হয়েছেন স্বাগতিকরা। শ্রীলঙ্কানদের মধ্যে ত্রিশের ঘরে যেতে পারেননি কেউ।

টেস্ট শুরুর আগে হঠাৎ ইনজুরিতে ছিটকে পড়েন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দিমুথ কারুনারত্নে। তার জায়গায় অধিনায়কত্ব যার ঘাড়ে পড়েছে সেই দিনেশ চান্ডিমাল করেছেন সর্বোচ্চ ২৮ রান। ২৭ রান এসেছে অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। দাসুন শানাকা ২৩, কুশল পেরেরা ২০ রান করেছেন।

আর এক কুশল (কুশল মেন্ডিস) আজও শূন্য রানে ফিরেছেন। এ নিয়ে টানা চার ইনিংসে কোনো রান না করে আউট হলেন তিনি। শ্রীলঙ্কান কোনো ব্যাটসম্যানের এটা টানা শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। অতীতে কেউ এর চেয়ে বেশি বার টানা শূন্য রানে আউট হননি।

ইংল্যান্ডের হয়ে ডম বেস ৫ উইকেট পেতে বোলিং করেছেন ১০.১ ওভার। স্টুয়ার্ট ব্রড ৯ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এক উইকেট পেয়েছেন জ্যাক লিচ।

পরে জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ১৭ রানে দুই ওপেনারকে হারায় দলটি। তবে তারপর দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেন জো রুট ও জনি বেয়ারস্টো। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন দুজন। অধিনায়ক রুট ১১৫ বল খেলে ৬৬ রানে অপরাজিত। ৯১ বলে ৪৭ রানে তার সঙ্গে দিন শেষ করেছেন বেয়ারস্টো।

বিজ্ঞাপন

জো রুট টেস্ট সিরিজ দিনেশ চান্ডিমাল শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর