Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে নামছে টিম বাংলাদেশ


১৩ জানুয়ারি ২০২১ ১৭:৫৬

আর মাত্র সাত দিন। এরপরই শুরু হয়ে যাবে বাংলাদেশের বহুল প্রত্যাশিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডের মধ্য দিয়ে পর্দা উঠবে করোনার দশ মাস বিরতির পর শুরু হতে যাওয়া এই সিরিজের। ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশন ইতিমধ্যে শুরু করেছে লাল-সবুজের দল। এবার পালা ম্যাচ প্রস্তুতির।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেএসপি’র তিন নম্বর মাঠে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে এই প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেেশ সময় সকাল ৯টা মিনিটে ৪৫ মিনিটে।

বিজ্ঞাপন

ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে টাইগাররা প্রস্তুতি শুরু করেছে গত ১০ জানুয়ারি থেকে। প্রতিমারির লম্বা বিরতির পর দলীয় অনুশীলনে ফিরে বেশ চনমনে হয়ে উঠেছে রাসেল ডমিঙ্গো শিষ্যরা। এবার অপেক্ষা ম্যাচ প্রস্তুতির। সেটি হলেই উইন্ডিজ বধের মিশনে নিজেদের পুরোপুরি ঝালিয়ে নিতে পারবে স্বাগতিক শিবির।

সে জন্য অবশ্য খুব বেশি সময় দেরি করতে হচ্ছে না। শুরুটা হচ্ছে রাত পোহালেই।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।

ওয়ানডের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নাঈম শেখ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, মাহাদি হাসান।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জন ক্যাম্পাবল, রাহিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলগরি জোসেফ, কাইল মায়ের্স, শেন মোসলে, ভেরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়রিক্যান।

ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলগরি জোসেফ, জাইল মায়ের্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওলটে, রবম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও সেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর