Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফএ কাপে লিভারপুলকে আতিথ্য দেবে ইউনাইটেড


১২ জানুয়ারি ২০২১ ১০:৩১

সোমবার (১১ জানুয়ারি) ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর সেখানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাত্রে সপ্তাহ খানেক আগে প্রিমিয়ার লিগে আগামি ১৭ জানুয়ারি অ্যানফিল্ডে লিভারপুলের আতিথ্য নেবে রেড ডেভিলসরা। এরপর ২৩/২৪ তারিখ অনুষ্ঠিত হবে এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলা।

শেষবার ২০১২ সালে এফএ কাপে দেখা হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দির। এরপর ৯ বছর পরে এসে আবারও দেখা দুই দলের। সেবার মার্সিসাইডে অল রেডসরা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দলকে। আর ওই সময় লিভারপুলের ডাগ আউটে ছিলেন কেনি ডালগ্লিশ।

বিজ্ঞাপন

এদিকে ম্যানচেস্টার সিটি খেলবে লিগ-টু’র সেল্টেনহ্যাম টাউনের বিপক্ষে। টটেনহাম হটস্পার্স খেলবে চ্যাম্পিয়নশিপের উইকম্বের বিরুদ্ধে। চেলসি মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেডের। আর ১৪ বারের এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালের লড়াই শ্রেসবারির বিপক্ষে।

খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ জানা গেলেও এখনই জানা যায়নি সময়সুচি।

ইংলিশ এফএ কাপ এফএ কাপের ড্র ওল্ড ট্রাফোর্ড চতুর্থ রাউন্ড ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর