আঙুল ফেটে গেছে তাসকিনের, অনিশ্চিত উইন্ডিজ সিরিজে
১১ জানুয়ারি ২০২১ ২০:০০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৫:০৭
আজ সোমবার (১১ জানুয়ারি) নিয়মমাফিক অনুশীলনে নেমেছিলেন নন্দিত পেসার তাসকিন আহমেদ। আর অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে আঙুল। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর উইন্ডিজের বিপক্ষে খেলা। ঘটানার সূত্রপাত্র সোমবার অনুশীলনের সময়। অনুশীলনের এক পর্যায়ে হাতে বল লাগলে আঙুলের মাঝখানে ফেটে যায় তাসকিনের। আজকের রাতে তাঁর আঙুলে সেলাই দেওয়া হবে। এরপর জানা যাবে তাকে আসলে কতদিন মাঠের বাঁইরে থাকতে হবে। তবে চোটের ধরণ অনুযায়ী ধারনা করা হচ্ছে উইন্ডিজ সিরিজটা এখানেই শেষ তাসকিনের।
সারাবাংলাকে এখবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি বলেছেন, ‘তাসকিনের আঙুল ফেটে গেছে অনুশীলনের সময়। তাকে আজ রাতে সেলাই দেওয়া হবে। এরপর আসলে বোঝা যাবে ঠিক কতদিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন।’
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে উইন্ডিজ সিরিজে তাকে দলে রাখার প্ল্যানটিও কারো অজানা নয়। তবে এবার তাসকিনের সেই স্বপ্নে পানি ঢেলে দিল বেরসিক ইনজুরি।
আঙুল ফেটে গেছে ইনজুরিতে তাসকিন উইন্ডিজ সিরিজ উইন্ডিজ সিরিজ শেষ তাসকিন আহমেদ পেসার তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ