Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টির উদ্বোধন


১১ জানুয়ারি ২০২১ ০১:৩০

জমকালো এক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও লোগো উন্মোচন।

রোববার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান তাসবির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির ফাউন্ডার প্রেসিডেন্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, অনেক দিন জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, তুষার ইমরান ও তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

একাডেমি চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি টু্র্নামেন্টে অংশ নেবে রাজধানী ঢাকার মোট ২৪টি একাডেমি। দলগুলো হলো-

শেখ জামাল ক্রিকেট একাডেমি, শিশু কিশোর ক্রিকেট একাডেমি, বনশ্রী ক্রিকেট একাডেমি, কারিগর ক্রিকেট ক্লাব, ইয়ং ট্যালেন্ট ক্রিকেটার একাডেমি, বেস্ট ১১ ক্রিকেট একাডেমি, ঢাকা টাইগার্স ক্রিকেট একাডেমি, ক্লাব ডিজিটাল ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট একাডেমি, গেন্ডারিয়া ক্রিকেট একাডেমি, হাজী দীন মোহাম্মদ মোল্লা ক্রিকেট একাডেমি, উত্তরা ক্লাব লিমিটেড,ক্রিকম্যাড, ইনটেন্স ক্রিকেট একাডেমি, মিরপুর গ্ল্যাডিয়েটরস ক্রিকেট একাডেমি, কাঠগোড়া ক্রিকেট একাডেমি, টি.কে স্পোর্টস ক্রিকেট একাডেমি, ডক্টরস ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর শহীদ পার্ক ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব, কে.এল. ওয়ারিয়র্স ক্রিকেট একাডেমি ও শ্যামলী ক্রিকেট একাডেমি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি শেখ জামাল ধানমন্ডি ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর