Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরার


১১ জানুয়ারি ২০২১ ০০:৫৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০১:০৪

পুরো টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলা তারুণ্যনির্ভর সাইফ স্পোর্টিং ক্লাব ফাইনালেও শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে। তবে বসুন্ধরার ‘শক্তি’ আর অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠেনি দলটি। দ্বিতীয়ার্ধে একমাত্র গোল হজম করে প্রথম শিরোপা জেতা হয়নি সাইফের। ফেডারেশন কাপের শিরোপা গেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার শোকেসেই।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নানদেজ ও রবসন ডি সিলভার কাঁধে চড়ে প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দিয়েছে বসুন্ধরা। বসুন্ধরার জার্সি গায়ে আক্রমণভাগে নিয়মিত লাতিন ফুটবলের সুরভী ছড়িয়েছেন দুজন। ফাইনালে সুক্ষ এক চালে এই দুজনকে আটকে রাখেন সাইফ স্পোর্টিংয়ের কোচ পল পুট।

বিজ্ঞাপন

দুই ব্রাজিলিয়ানকে বলের জোগান দিতেন হোল্ডিং মিডফিল্ডার মাসুক মিয়া জনি ও সেন্টারব্যাক তপু বর্মন। এই দুজনের কাছে শক্ত পাহাড়া বসিয়েছিলেন পল। ফলে অনেকটা উপরে উঠে বল ধরে এগুতে হচ্ছিল ডি সিলভা ও ফার্নানদেজকে। অবশ্য বসুন্ধরা ম্যাচের একমাত্র গোলটা পেয়েছে এই দুজনের যুগলবন্দিতেই।

চতুর্থ মিনিটে বল জালে জড়িয়েছিলেন বসুন্ধরার তপু বর্মন। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়ে যায়। ১৬ মিনিটে বিশ্বনাথ ঘোষের দারুণ শট ফিস্ট করে ফেরান সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেন।

১৯ মিনিটে সুযোগ পেয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু বল নিয়ন্ত্রণে নিয়ে অফসাইডের ফাঁদ ভাঙলেও কেন জানি শট নিতে তালগোল পাকিয়ে ফেললেন ইকেচুকু কেনেথ। পরের মিনিটে সাইফের ফয়সাল আহমেদ ফাহিমের শট ফেরান বসুন্ধরা গোলরক্ষক জিকো। যোগ করা সময়েও কিংসের ত্রাতা জিকো। দারুণ এক ফ্রি-কিক ঠেকিয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

গোলের আক্ষেপ ঘুচেছে ৫২ মিনিটে গিয়ে। জোনাথন ফার্নানদেজ ও ডি সিলভার সমন্বয়ে বল পেয়ে সাথে থাকা ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা।

৬৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়েছে সাইফের। নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথের বুলেট গতির শট কর্ণারের বিনিময়ে ঠেকান জিকো। ৮৬ মিনিটে ওকোলির শটও ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক। এরপর আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি সাইফ স্পোর্টিং। যাতে শেষ পর্যন্ত শিরোপার উল্লাসে মেতে উঠে বুসন্ধরা।

ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর