Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সামনে রানের পাহাড়


১০ জানুয়ারি ২০২১ ১৬:৫৭

দ্বিতীয় ইনিংসেও রান পেলেন স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশনে। শেষ দিকে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন ক্যামেরুন গ্রিন। যাতে দুই ইনিংস মিলিয়ে সিডনি টেস্টে ৪০৬ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে ভারত।

অর্থাৎ ম্যাচ জিততে আরও ৩০২ রান দরকার সফরকারীদের। এই রান করতে পাড়লে বড়সড় একটা ইতিহাস হয়ে যাবে ভারতের। সিডনিতে অতীতে চতুর্থ ইনিংসে দুইশ রানও করতে পারেনি কোনো দল। জয়ের চিন্তা বাদ দিয়ে নিশ্চয় ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়েই কাল পঞ্চম দিন শুরু করবে ভারত। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে সারা দিন, হাতে আছে ৮ উইকেট।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশনে অপরাজিত ছিলেন ৪৭ রানে, স্টিভ স্মিথ ২৯ রানে। ভারতীয় বোলারদের আজও ভুগিয়েছেন দুজন। যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল সেঞ্চুরি পাবেন হয়তো দুজনেই! সেই ধারণা মিথ্যা করে ৭১ রান করে ফিরেছেন লাবুশনে। তার ১১৮ বলের ইনিংসটিতে চারের মার ৯টি।

লাবুশনে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচে নামা ম্যাথু ওয়েড (৪)। অল্প সময় পর স্মিথ ফিরেছেন টানা দুই ইনিংসে সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থাকতে। ১৬৭ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৮১ রান করেছেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানটি। তবে তারপর তরুণ ক্যামেরুন গ্রিল এবং অধিনায়ক টিম পেইন দারুণ একটা জুটি গড়েছেন। অস্ট্রেলিয়ার বিশাল লিড নিশ্চিত হয়েছে তাতেই।

পঞ্চম উইকেটে ১০৪ রান তোলেন দুজন। গ্রিল ১৩২ বলে ৮টি চার ৪টি ছক্কায় ৮৪ রান করে ফিরতেই ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পেইন অপরাজিত ছিলেন ৩৯ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও অভিষিক্ত নভদ্বীপ সাইনি।

বিজ্ঞাপন

পরে পাহাড় ডিঙাতে নেমে শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা ও অভিষিক্ত শুভমান গিল প্রথম উইকেট জুটিতে তোলেন ৭১ রান। তবে শেষ বিকেলে এসে এই দুজনকে হারিয়ে বিপদটা বাড়িয়েছে ভারত। ৯৮ বল খেলে ৫ চার ১ ছয়ে ৫২ রান করে প্যাট কামিন্সের বলে ফিরেছেন রোহিত। তরুণ গিল অপর পেসর জস হ্যাজেলউডের শিকার হয়েছেন ৩১ রান করার পর। তার ইনিংসে চারের মার ছিল ৪টি।

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ মার্নাস লাবুশনে স্টিভেন স্মিথ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর