Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ মিশনে টাইগারদের ঘাম ঝড়ানো প্রস্তুতি


১০ জানুয়ারি ২০২১ ১৬:১০

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সকাল ১০টা ৯ মিনিটে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় পা রেখেছে ঠিক তার মিনিট দশেক আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির প্রথম দিনেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝড়িয়েছে স্বাগতিক শিবির।

আগেই বলা হয়েছে শুরুটা হয়েছে রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায়। প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান। মুমিনুল যোগ দিতে পারেননি কারণ, তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলেরর চোট এখনো তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। আর নাঈম হাসানের চোটাক্রান্ত ডান হাতের কণিষ্ঠ আঙুলে আজ দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এছাড়া ওয়ানডে দলের ২৪ ক্রিকেটার ও টেন্ট দলের ১৮ জনের সবাই অনুশীলনে যোগ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

তিন ঘণ্টার প্রস্তুতির ‍শুরু হয়েছে ওয়ার্ম আপ দিয়ে। শের ই বাংলার মূল ভেন্যুতে আধা ঘণ্টা রানিংয়ে গা গরম করেন ব্যাটসম্যান ও পেসাররা চলে গেছেন ইনডোরের নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলনে। হেড কোচ রাসেল ডমিঙ্গো, স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালোফাতের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ব্যাটে বলে ঘাম ঝড়িয়েছেন সাকিব- তামিম-মোস্তাফিজরা। তারা যখন ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলনে রত ঠিক তখন আরেকটি গ্রুপ মূল মাঠে করেছেন ফিল্ডিং অনুশীলন। তাদের দিক নির্দেশনায় ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক।

ব্যাটিং অনুশীলন শেষে সাকিব, তামিমরা যখন মূল মাঠে ফিল্ডিং অনুশীলনে যোগ দিয়েছেন তখন আগের গ্রুপটি চলে গেছে ইনডোরে নেট অনুশীলনে। এভাবে দুপুর ১টা অবধি চলেছে টিম বাংলাদেশের প্রথম দিনের দলীয় অনুশীলন। তবে আজকের দিনে কিছুটা ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। ইনডোরের নেটে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি বোলিং মেশিনেও বেশ খানিকটা সময় ব্যাটিং অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন লাল সবুজের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

এদিকে উইন্ডিজ মিশনের প্রথম দিনের প্রস্তুতিতে ডমিঙ্গো, কুকরা যোগ দিলেও কোয়ারেন্টাইন ইস্যুতে যোগ দিতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। দুজনই ব্রিটিশ নাগরিক হওয়ায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের আরোপিত নিয়মানুযায়ী টিম হোটেলেই কোয়ারেন্টাইনে আছেন। তবে দুজনই যেন অনতিবিলম্বেই প্রস্তুতিতে যোগ দিতে পারেন সেজন্য ইতোমধ্যেই সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

দিনের প্রস্তুতি শেষে বিবিসি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে একথা জানান। তিনি বলেন, ‘আমদের যারা ব্রিটিশ নাগরিক এই সিরিজ উপলক্ষ্যে বাংলাদেশ সফর করছেন তাদের কোভিড প্রোটোকলের কারণে কিছু সীমাবদ্ধতা আছে। এ ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করেছি। এবং খুব শিগগিরই হয়ত আমরা অনুমতিটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হল, পরপর দুটি টেস্টে নেগেটিভ হওয়ার পরে সরকারের অনুমোদন সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।’

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ তামিম ইকবাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর