Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা জয়ের বার্তা কোম্যানের


১০ জানুয়ারি ২০২১ ০৪:৪৭

সব খারাপ সময়কে পেছনে ফেলে দুর্বার গতিতে ফিরেছে বার্সেলোনা। একের পর এক প্রতিপক্ষকে হারিয়েই চলেছে। অন্যদিকে লিওনেল মেসিও ফিরেছেন নিজের চিরচেনা রুপে। গেল দুই ম্যাচে করেছেন চারটি গোল। আর তাই তো এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে লা লিগার শিরোপা জয়ের আশা দেখেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তবে এখানে তিনি জুড়ে দিয়েছেন একটি কিন্তু!

মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার খেলোয়াড়রা নানান ইনজুরিতে ভুগছেন। ইতোমধ্যেই জেরার্ড পিকে, আনসু ফাতি, সার্জি রবের্তো এবং ফিলিপ কুতিনহোর মতো খেলোয়াড়রা বড় সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। আর তাই তো দলের এই ইনজুরির সমস্যা বড্ড ভোগাচ্ছে কোম্যানকে। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না তিনি। দুঃশ্চিন্তা সবসময়ই খেলোয়াড়দের ইনজুরি নিয়ে।

বিজ্ঞাপন

গ্রানাডার বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে কোম্যান জানালেন, ‘শিরোপা জেতা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে পুরো একটি দলের ওপর। যদি আমাদের দলের সকল খেলোয়াড় সুস্থ থাকে তাহলে অবশ্যই আমরা লা লিগার জন্য লড়াই করতে পারবো।’

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে চার পয়েন্ট এগিয়ে অ্যাটলেটি। তবে এসব নিয়ে ভাবছেন না কোম্যান। তিনি জানেলেন, ‘আমাদের বিশ্বাস আছে নিজেরা যদি সেরাটা খেলতে পারি তাহলে এই ব্যবধান কমিয়ে আনা সম্ভব।’

এদিকে বার্সায় অসুখী মেসিকে নিয়ে কোম্যান জানালেন, ‘বার্সেলোনার মেসিকে প্রয়োজন। কারণ সে সব সময়ই পার্থক্য গড়ে দেয়। শিরোপা জিততে আমাদের মেসিক খুব বেশি প্রয়োজন। আমরা এগিয়ে থাকার কারণে মেসিকে তুলে নিতে পেরেছি, ওর বিশ্রামের দরকার আছে। দলের জন্য মেসি অনেক কষ্ট করছে।’

বিজ্ঞাপন

অ্যান্তোনিও গ্রিজম্যান বার্সেলোনা রোনাল্ড কোম্যান লিওনেল মেসি শিরোপা জয়ের আশা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর