Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুষারঝড়ের কবলে লা লিগা!


৯ জানুয়ারি ২০২১ ১৯:৫৭

অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের এখন টিভি সেটের সামনে বসার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর লা লিগার ম্যাচ খেলতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল দিয়েগো সিমিওনের দলের। কিন্তু প্রাকৃতি তাতে সায় দিল না। তুষারঝড়ের কারণে ঠিক সময়ে হচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিকো বিলবাওয়ের লড়াই।

লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই দলের মধ্যকার ম্যাচটি স্থগিতের ঘোষণা দিয়েছে। দুই দলের ফাঁকা সময়ে পরে ম্যাচ আয়োজন করা হবে। ঝুঁকিতে পড়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচও।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় আজ রাত ২টায় লা লিগার ম্যচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার কথা জিনেদিন জিদানের দলের। ম্যাচটা হওয়ার কথা ওসাসুনার মাঠে। কিন্তু তুষারঝড়ের কারণে ঠিক সময়ে পৌঁছুতে পারেননি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে চার ঘণ্টা বসে থাকতে হয়েছে জিদানের দলকে। প্রচন্ড ঝড়ে আকাশপথকে অনিরাপদ মনে করায় বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

বিমানবন্দরে চার ঘণ্টা বসে থাকার বিরক্তি নিয়ে রিয়াল ম্যাচ খেলার জন্য পৌঁছেছে ঠিকই কিন্তু ম্যাচ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আবহাওয়া পূর্বাভাস বলছে, ওসাসুনা-রিয়ালের ম্যাচের সময় প্রচন্ড তুষারঝড় হতে পারে। তেমনটা হলে অ্যাটলেটিকো মাদ্রিদ-অ্যাথলেটিকো বিলবাওয়ের মতো হয়তো এই ম্যাচও পিছিয়ে যাবে।

স্থানীয় সময় দুপুরে তুষারঝড়ের সম্ভবনা সবচেয়ে কম থাকে। ফলে সেই সময়ে ম্যাচ খেলার আবেদন করেছিল রিয়াল। লিগ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। তা নিয়ে ক্ষোভও ঝেড়েছে রিয়াল।

বিমানবন্দরে আটকা থাকার সময় রিয়ালের এক কর্মকর্তা বলেছেন, এখানে আমরা ইঁদুরের মতো আটকা পড়েছি! চরম বিরক্তি প্রকাশ করেছেন অপর এক কর্মকর্তা। স্প্যানিশ দৈনিক এএসকে বলেছেন, এটা চরম পাগলামি। ব্যাখ্যা দেওয়ার মতো নয়। গোলমেলে ব্যাপার এটা।

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদ এখন সবার ওপরে। ১৫ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিমিওনের দল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ স্পানিশ লা লিগা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর