Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমের আঙুলে কাল আবার অপারেশন


৯ জানুয়ারি ২০২১ ১৭:৩৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৭:৫৯

কণিষ্ঠার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শেষে অপারেশনের টেবিলে যেতে হয়েছিল তরুণ অফস্পিনার নাঈম হাসানকে। প্রথমবারের অস্ত্রোপচারে আঙুলে দুটি পিন বসিয়েছিল চিকিৎসকেরা। আগামীকাল দ্বিতীয় অস্ত্রোপচারের মাধ্যমে সেই পিন বের করা হবে।

ঘটনার সুত্রপাত বিদায়ী বছরের ডিসেম্বরে, পাঁচ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি চলাকালীন। বেক্সিমকো ঢাকার হয়ে জেমকন খুলনার বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে ফিল্ডিংয়ের সময় ডানহাতের কণিষ্ঠ আঙুলে চোট পান নাঈম হাসান। চোটের তীব্রতায় ছিটকে যান টুর্নামেন্ট থেকে। উইন্ডিজ সিরিজে তার অংশগ্রহন নিশ্চিত করতে টুর্নামেন্ট শেষ হতেই চোটাক্রান্ত আঙুলে অস্ত্রোপচারের ব্যবস্থা করে অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এর প্রায় তিন সপ্তাহ পর রোববার (১০ জানুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দ্বিতীয় অস্ত্রোপচার। যার মাধ্যমে প্রথমবার কণিষ্ঠায় বসানো পিন দুটো বের করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (৯ জানুয়ারি) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও নাঈম হাসান নিজেই।

চৌ্ধুরী জানালেন, ‘আগামীকাল নাঈমের অপারেশন। ওর আঙুলে যে পিন বসানো তা বের করা হবে।’

আর নাঈম জানালেন, ‘আগামীকাল আমার দ্বিতীয় অপারেশন। প্রথমবার অপারেশন করে যে দুটি পিন বসানো হয়েছিল। এগুলো কালকে বের করবে। আমার জন্য আপনারা দোয়া করবেন।’

এদিকে আগামীকাল থেকেই ‍শুরু হচ্ছে টিম বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। সেক্ষেত্রে নাঈম কবে থেকে? সারাবাংলার করা এমন প্রশ্নে দেবাশীষ চৌধুরীর উত্তর হল, ‘এই সিদ্ধান্ত হেড কোচ রাসেল ডমিঙ্গো দিবেন। যেহেতু নাঈম টেস্ট দলের সদস্য।’

বিজ্ঞাপন

তবে নাঈম বললেন, ‘আগামীকাল অস্প্রোপচার শেষ হলে ক্ষত শুকাতে এক সপ্তাহ সময় লাগবে। এরপর ব্যথা কমলে বোলিং শুরু করব।’

অপারেশন দেবাশীষ চৌধুরী নাঈম হাসান বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর