Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের দাঁড়িয়েছেন স্মিথ-লাবুশনে, বড় লিডের পথে অস্ট্রেলিয়া


৯ জানুয়ারি ২০২১ ১৬:১৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৬:২৩

দারুণ জবাব দিতে থাকা ভারত ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে হঠাৎ-ই ধসে পড়ল। পরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। তবে তারপর সেই স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশনে দাঁড়িয়ে গেছেন দ্বিতীয় ইনিংসেও। দুজনের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ইতোমধ্যেই স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৯৭। লাবুশনে, স্মিথ ফের দাঁড়িয়ে গেছেন বলে লিড বেড়ে অনেকদূর যাওয়ার সম্ভাবনাই বেশি।

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নার ইনজুরিতে ছিলেন। বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের ৫০ শতাংশ স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশনে। কিন্তু আগের দুই টেস্টে দুজন একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। স্মিথ তো ছিলেন নিজের ছায়া হয়েছে। সিডনিতে দুজনই জ্বলে উঠেছেন এক সাথে। অস্ট্রেলিয়াও দাপট দেখাচ্ছে সেই প্রথম দিন থেকেই।

স্মিথ প্রথম ইনিংসে করেছেন ১৩১, লাবুশনে ৯১। যাতে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ৩৩৮ রানে। আজ তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে লাবুশনে অপরাজিত ৪৭ রানে, স্মিথ ২৯ রানে।

২ উইকেটে ৯৬ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৯ রানে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা, ৫ রানে অজিঙ্কা রাহানে। দিনের শুরুতেই পূজারার বিপক্ষে আউটের আবেদন করে সাড়া না পাওয়ায় আম্পায়ারের সঙ্গে একচোট লেগে গিয়েছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের। এই পূজারাই তৃতীয় দিনে ভারতের সেরা পারফরর্মার।

অজি গতির বিপক্ষে বাকিরা খুব একটা দাঁড়াতে পারেননি। রাহানে ফিরেছেন ২২ রান করে। তারপর যেন রান আউটের একটা মৌসুম চলল ভারতের ইনিংসে! তিনজন ফিরেছেন রান আউট হয়ে। অতীতে কোনো ইনিংসে তিন বা তার বেশি রান আউটের শিকার হয়ে টেস্ট জিততে পারেনি ভারত। সিডনিতেও সেই রেকর্ড অব্যাহত থাকে কিনা সেটাই দেখার বিষয়!

বিজ্ঞাপন

৪ উইকেটে ১৯৫ রান তুলে ফেলা ভারতের প্রথম ইনিংস থেমেছে শেষ পর্যন্ত ২৪৪ রানে। পূজারার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫০ রান। অজিঙ্কা রাহানে ফিরেছেন ২২ রান করে। ঋষভ পন্ত ৩৬, রবীন্দ্র জাদেজা ২৮ রান করেছেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার প্যাট কামিন্স। ২১.৪ ওভার বোলিং করে মাত্র ২৯ রান খরচায় চার উইকেট তুলে নিয়েছেন তিনি। জস হ্যাজেলউড ২টি, মিচেল স্টার্ক ১ উইকেট পেয়েছেন।

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ ভারতীয় ক্রিকেট মার্নাস লাবুশনে স্টিভেন স্মিথ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর