Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন লুইসের জন্য বিশেষ অনুমতির আবেদন বিসিবি’র


৭ জানুয়ারি ২০২১ ১৭:০২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নতুন নিয়োগ পাওয়া ইংলিশ ম্যান জন লুইস। কিন্তু মুশকিল হলো, কর্মস্থলে এসেও অন্যান্য বিদেশি কোচদের মতো তিনদিন পরেই কাজ শুরু করতে পারছেন না ৫০ বছর বয়সী এই কোচ। যেহেতু তিনি ব্রিটিশ নাগরিক সেহেতু বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের বেঁধে দেওয়া নিয়মানুযায়ী ১৪ দিন কোয়ারেনটাইন তার বাধ্যতামূলক। এদিকে ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উইন্ডিজ সিরিজের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই তাকে প্রয়োজন। উদ্ভুত পরিস্থিতিতে তার কোয়ারেনটাইনের মেয়াদ কমাতে স্বাস্থ্য অধিদফতর বরাবর বিশেষ অনুমতির আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞাপন

হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ আসবেন আগমিকাল অথচ তাদের মাত্র তিন দিন কোয়ারেনটাইন করলেই চলবে। কোয়ারেনটাইন শেষে পরপর দুটি করোনা পরীক্ষা দিতে হবে। সেখানে নেগেটিভ হলেই কাজ শুরু করে দিতে পারবেন। যেহেতু তারা স্ব স্ব দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন। কিন্তু জন লুইসের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। যেহেতু তিনি বিশ্বের অন্যতম করোনাপ্রবন দেশ ইংল্যান্ড থেকে এসেছেন সেহেতু এদেশের স্বাস্থ্য বিভাগের আইনানুযায়ী ১৪ দিন কোয়ারেনটাইন তার বাধ্যমুলক। এদিকে দরজায় কড়া নাড়ছে ‍ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কাজেই দ্রুততম সময়ের মধ্যে তাকে টাইগারদের ডেরায় পেতে স্বাস্থ্য অধিদফতর বরাবর আবেদন করেছে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে সংবাদিকদের একথা জানান বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদফতরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন আরও যেকজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন সেটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত  হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।’

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ ও মার্চে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ জন লুইসকে। তার নিয়োগের ক্ষেত্রে বিসিবি’র উদ্দেশ্য হলো, পরখ করে দেখে নেওয়া। এই পরীক্ষায় উতরে গেলে হয়তো তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি করবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

জন লুইস টপ নিউজ নতুন ব্যাটিং কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ অনুমতি স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর