Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের নতুন ব্যাটিং কোচ আসছেন কাল


৬ জানুয়ারি ২০২১ ১৬:৩৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ১৯:০৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে আগেই নতুন ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা। সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ (সম্ভাব্য) জন লুইস তামিম-মুশফিকদের দায়িত্ব নিতে আগামিকাল বৃহস্পতিবার ঢাকায় পা রাখছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একটি সূত্র সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছে।

সূত্রটির দেওয়া তথ্যমতে, লুইসের সঙ্গে বিসিবি’র কথাবার্তা চূড়ান্ত হলেও এখনো চুক্তি সম্পন্ন হয়নি। কাল ঢাকায় এসে বিসিবি’র  উর্ধ্বোতনদের কাছে সাক্ষাৎকার দেওয়ার পরেই তা সম্পন্ন হতে পারে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি চলে যাওয়ার পর থেকেই নতুন কোচ দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এবং এক সপ্তাহ না যেতেই তার উত্তরসূরি হিসেবে ক্রেইগ মিলানকে খুঁজে পায় টাইগার প্রশাসন। কিন্তু বাবার মৃত্যুতে তিনিও তার নাম প্রত্যাহার করে নিলে এ পদটি ফাঁকা থাকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জন লুইস ঢাকায় আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলের নতুন কোচ ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর