Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন অতিথির আগমনে রোমাঞ্চিত সাকিব


৩ জানুয়ারি ২০২১ ১৩:১২

সাকিব-শিশির দম্পতির পরিবারে আসছে নতুন অতিথি। ২০২১ সালের প্রথম দিনেই নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে সাকিব আল হাসান সুখবর দিয়েছিলেন, দুই কন্যা অ্যালাইনা হাসান অব্রি ও ইররাম হাসানের পরে তৃতীয় জনের আগমন হতে যাচ্ছে। পরিবারে নতুন সেই অতিথির আগমনে দারুণ রোমাঞ্চিত বাবা সাকিব আল হাসান।

রোববার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সাকিব বলেন, ‘তৃতীয়বার অবশ্যই আমি রোমাঞ্চিত। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন সুস্থভাবে বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সুস্থ সবল ভাবে যেন বাচ্চা ও মা দুজনেই থাকতে পারে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে সাকিব ফেইসবুক পেজে তার ও স্ত্রী উম্মে শিশিরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

ঘণ্টা না যেতেই চার হাজারের বেশি শেয়ার হয় পোস্টটি, কমেন্ট পড়ে বিশ হাজারের বেশি। আর রিঅ্যাক্ট করে দুই লাখেরও বেশি মানুষ।

উম্মে আহমেদ শিশির ঘরে আসছে নতুন অতিথি রোমাঞ্চিত সাকিব সাকিব আল হাসান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর