Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে শুরু রিয়ালের ২১


৩ জানুয়ারি ২০২১ ১২:৩৩

২০২০ বছরের শেষটা সুখকর হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এলচের সঙ্গে ১-১ গোলে সমতায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে জিদানের দল। তবে ২০২১ সালের শুরুটা এবার আর নড়বড়ে করেনি মার্কো অ্যাসেন্সিও-লুকাস ভাস্কেজরা। এই দুই স্প্যানিশের গোলে সেল্টা ভিগোকে ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বছরের শুরু করল লস ব্ল্যাঙ্কোসরা।

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে মাত্র ৬ মিনিটেই লিড নেয় গ্যালাকটিকোরা। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় স্বাগতিকদের রক্ষণ ভেঙে ডি বক্সে ঢুকে পড়েন ইয়াগো আসপাস। চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা আসপাসের শট কোনোভাবে ঠেকিয়ে দেন নাচো ফার্নান্দেজ। সেখান থেকে বল পেয়ে প্রতি আক্রমণে মার্কো অ্যাসেন্সিওর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান লুকাস ভাস্কেজ।

বিজ্ঞাপন

তবে গোল হজম করে দমে যায়নি চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সেল্টা। উল্টো আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। তবে তাতে ভেঙে পড়েনি রিয়ালের রক্ষণ। গোটা ম্যাচ জুড়ে প্রায় ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে সেল্টা। তবে আক্রমণের দিক দিয়ে রিয়ালের পেছনেই থাকতে হয় দলটিকে। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান বাঁড়াতে পারত রিয়াল তবে দানি কার্ভাহালের শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান বাঁড়াতে রিয়াল সময় নেয় মাত্র ৮ মিনিট। এবার লুকাস ভাস্কেজের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো অ্যাসেন্সিও। এরপর দুই পক্ষই ম্যাচের শেষ পর্যন্ত দুর্দান্ত আক্রমণ করে কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কেউই। তাই তো ওই ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

এই নিয়ে ঘরের মাঠে লিগে সেল্টার বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত রিয়াল। সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে টানা আট ম্যাচ ধরে অপরাজিত তারা; জয় সাতটি, একটি ড্র। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৭ ম্যাচে ১১ জয়, তিন ড্র আর তিন হারে ৩৬ পয়েন্ট রিয়ালের। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ১৫ ম্যাচ খেলা বার্সেলোনা। আর ১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা ডি ভিগো।

মার্কো অ্যাসেন্সিও রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো লা লিগা লুকাস ভাস্কেজ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর