Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের ট্রেনার ও ফিজিও এখন ঢাকায়


২ জানুয়ারি ২০২১ ১৭:০০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। এর প্রায় এক সপ্তাহের আগেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন টাইগারদের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিকোলাস ট্রেভর লি।

ক্যালেফাতে ঢাকায় পা রেখেছেন শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে। আর নিক লি ফিরেছেন সকাল ১০টা ২৫ মিনিটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান এদিন সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।

তিনি জানালেন, ‘জুলিয়াান সকাল পৌনে ১০টায় কাতার এয়ারলাইনসে এসেছে। আর নিক লি সকাল ১০টা ২৫ মিনিটে এমিরেটসে এসেছে।’

ঢাকায় এসে আপাতত কোয়ারেন্টাইনে থাকবেন এই দুই টাইগার কোচ। এরপর অনুষ্ঠিত হবে তাদের কোভিড টেস্ট। নেগেটিভ হলেই শিষ্যদের সঙ্গে কাজ শুরু করে দিতে পারবেন।

তবে ট্রেনার ও ফিজিও আজ ফিরলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন ৮ তারিখে ফিরবেন বলে জানালেন ওয়াশিম খান। একই দিনে আসার কথা রয়েছে কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরনেরও।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জুলিয়ান ক্যালাফাতো টাইগারদের ট্রেনার ঢাকায় নিক লি ফিজিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

আরো

সম্পর্কিত খবর