Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচিন সোবার্স ইমরানদের সঙ্গে মুশফিক


২ জানুয়ারি ২০২১ ১৫:১৭

২০০৫ সালের ২৬ মে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যখন এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো মুশফিকুর রহিমের বয়স ছিল ১৭ বছর ৩৫১ দিন। তারপর দিন যতো গড়িয়েছে মুশফিক উইকেটের সামনে আরও ধারালো হয়েছেন মুশফিক। উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন সেই থেকে। বাংলাদেশের তো অবশ্যই অনেকে বর্তমানে বিশ্বেরও অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করেন মুশফিককে। মিডলঅর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে দারুণ এক স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন।

বিজ্ঞাপন

কৈশরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এমন ক্রিকেটারদের নিয়ে একাদশ বানিয়েছে উইজডেন। সেখানে শচিন টেন্ডুলকার, স্যার গ্যারি সোবার্স, ইমরান খান, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলেদের সঙ্গে জায়গা পেয়েছেন মুশফিক।

স্বাভাবিকভাবেই উচ্চাসিত বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এতো কিংবদন্তিদের সঙ্গে একটা দলে জায়গা পেয়ে আমি অভিভূত। উইজডেনের কৈশোরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা ক্রিকেটারদের একাদশে জায়গা পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।’

উইজডেনের টিনএজ একাদশের ওপেনিংয়ে রাখা হয়েছে নেইল হার্ভে ও শচীন টেন্ডুলকারকে। তিনে ডেনিস কম্পটন ও চারে মার্টিন ক্রো। ব্যাটিং অর্ডারের পাঁচ ও ছয়ে আছেন যথাক্রমে গ্রায়েম পোলক ও স্যার গ্যারি সোবার্স। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এরপরে। আট নম্বর পজিশনে ইমরান খান। অধিনায়ক হিসেবেও রাখা হয়েছে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো বিশ্বকাপকে।

বোলিং আক্রমণে তিন পেসার ওয়াসিম আকরাম, প্যাট কামিন্সের সঙ্গে একমাত্র স্পিনার অনিল কুম্বলে।

ইমরান খান উইজডেন ওয়াসিম আকরাম মুশফিকুর রহিম শচিন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর