Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বর্ষসেরা বাবর, টেস্ট সেরা রিজওয়ান


২ জানুয়ারি ২০২১ ১৩:৪৮

কয়েক বছর ধরেই পাকিস্তান ক্রিকেটের পোস্টারবয় বাবর আজম। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও বলা হচ্ছে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন বর্ষসেরা ক্যাটাগরিতেও জয়জয়কার বাবরের। পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টাইলিস্ট এই ব্যাটসম্যান। ওয়ানডে, টি-টোয়েন্টি ফরম্যাটের বর্ষসেরাও হয়েছেন তিনি। টেস্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

অবশ্য টেস্টেও বছরটা খারাপ কাটেনি বাবরের। বাবরের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে দুর্দান্ত কিছু ইনিংস খেলার কারণেই হয়তো রিজওয়ানকে টেস্ট সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে!

বাবর ২০২০ সালে চার টেস্ট, তিন ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলেছেন। চার টেস্টে এক সেঞ্চুরি, দুই হাফ সেঞ্চুরিতে ৬৭.৬০ গড়ে পাকিস্তান অধিনায়ক রান করেছেন ৩৩৮। এক সেঞ্চুরিতে ১১০.৫০ গড়ে ওয়ানডেতে রান করেছেন ২২১। আর ৫৫.২০ গড়ে আট টি-টোয়েন্টিতে তার মোট রান ২৭৬, ফিফটি করেছেন চারটি।

পুরো বছরে পাঁচ টেস্ট খেলা রিজওয়ান চার ফিফটিতে রান করেছেন ৩০২, গড় ৪৩.১৪। ২০১৯ সালের নভেম্বরে অভিষেকের পর ৮ টেস্টে ২০ উইকটে নেওয়া নাসিম শাহ হয়েছেন ইমার্জিংআন্তর্জাতিক ক্রিকেটার। বর্ষসেরা ব্যক্তিগত পারফরম্যান্স নির্বাচিত হয়েছে ফাওয়াদ আলমের সেই সেঞ্চুরি। নিউজিল্যান্ড সিরিজে ৪২১৮ দিনের ব্যবধানে সেঞ্চুরি করেছিলেন তিনি।

পিসিবির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার আলিয়া রিয়াজ। নারী ইমার্জিং ক্রিকেটার হয়েছেন ফাতিমা সান।

পিসিবি বাবর আজম মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর