Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে ক্রিকেটারদের স্বাগতবার্তা


১ জানুয়ারি ২০২১ ২০:০৪

বছর আসে, বছর যায় কিন্তু কোনো বছরকে ২০২০ সালের মতো বড় মনে হয়েছে কী! করোনাভাইরাসে মৃত্যু আতঙ্ক, স্বাভাবিক জীবনযাপন থমকে যাওয়া, অর্থনৈতিক কঠিন অবস্থা ইত্যাদি মিলিয়ে ২০২০ যেন শেষ হতে চাইছিল না। বিষাদের ২০২০ শেষে সুন্দর বর্তমানের প্রত্যাশায় আজ নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। অন্য দশজনের মতো নতুন বছরের শুরুতে স্বাগতবার্তা দিয়েছেন ক্রিকেটারাও।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০২১ সালকে স্বাগত জানাতে গিয়ে স্মরণ করেছেন ২০২০ সালের তিক্ততাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ ছবি পোস্ট করে লিখেছেন, ‘২০২১-কে স্বাগত জানাতে গিয়ে ২০২০ সালকে মনে পড়ে। জানিনা ২০২১-এ কী অপেক্ষা করছে। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। শুভ হোক সবার জীবনে ২০২১।’

বিজ্ঞাপন

ফেসবুকে একটি ছবি দিয়ে নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্রষ্টার আশিস সবসময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’

ফেসবুকে স্ত্রী, সন্তানসহ ছবি দিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি, ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না।’

‘নতুন বছরে আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভাল মানুষ হিসেবে তৈরী করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’ অভিজ্ঞ পেসার রুবেল করোনামুক্ত সুন্দর পৃথিবীর প্রত্যাশা করেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনা-মুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’

২০২১ সকলের দারুণ কাটুক এমন প্রত্যাশা করেছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, ‘২০২০ সাল আমাদের সবার জন্যই ছিল অনেক কঠিন, ক্রিকেটের জন্যও ছিল বাজে এক বছর। বছরটি ছিল কেবল টিকে থাকার, আমাদের বেশি কিছু করার ছিল না। এবার তাই প্রার্থনা করছি ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও ও সুখময় হোক। দারুণ এক বছর কাটুক সবার।’

করোনাভাইরাস তামিম ইকবাল মাশরাফি বিন মুর্তজা মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর