Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ কাভানি বললেন ‘শাস্তি মেনে নিচ্ছি’


১ জানুয়ারি ২০২১ ১৪:৫৭

২০২০ সালটা কারও জন্যই ভালো কাটেনি। বিশের বিষাদ কাটিয়ে সুন্দর বর্তমানের প্রত্যাশায় আজ শুরু হয়েছে নতুন বছর। এডিনসন কাভানির বিষাদময় ২০২০ সালের শেষ দিনটাও কেটেছে বড় কষ্টে। বছরের শেষ দিনে ক্লাব ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুয়ান স্ট্রাইকার। পরে সামাজিক যোগাযোগামাধ্যমে শাস্তি মেনে নেওয়ার কথা জানিয়েছেন কাভানি।

গত ২৯ নভেশ্বর সাউদাম্পটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-২ গোলে জয়ের ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। বদলি হিসেবে নেমে দলের শেষ দুটি গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করে উরুগুয়ান তারকা। ওই ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি স্প্যানিশ শব্দগুচ্ছ ব্যবহার করে পোস্ট করেন কাভানি, যা বর্ণবাদকে উস্কানি দেয়।

বিজ্ঞাপন

পরে ভুল বুঝতে পেরে পোস্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থণাও করেন তিনি। কিন্তু তদন্ত শেষে গতকাল তাকে ঠিকই তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ এক লাখ পাউন্ড জরিমানা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যায় কাভানি বুঝিয়েছেন, ইংরেজি ভাষার রীতিনীতি আয়ত্ব করতে না পারাতে এই অনাকাঙ্খিত ভুলটি তিনি করেছেন। উরুগুয়ান তারকা লিখেছেন, ‘আমার জন্য এটি অস্বস্তিকর মুহূর্ত এবং এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আপনাদের জানাতে চাই, আমি শাস্তি মেনে নিচ্ছি। এটাও বলতে চাই যে, ইংরেজি ভাষার রীতিনীতির কাছে আমি নতুন।’

এবারের মৌসুমেই পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী তারকা বলেন, ‘এক বন্ধুকে স্নেহপূর্ণ কথা বলতে গিয়ে কাউকে ক্ষুব্ধ করে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি, আমার আর কোনও উদ্দেশ্য ছিল না। যারা আমাকে চেনে তারা জানে আমি সবসময় সহজ আনন্দ আর বন্ধুত্বের খোঁজ করি। অগণিত সমর্থন আর ভালোবাসার সমাদর করি আমি। আমার হৃদয় শান্ত আছে কারণ আমি জানি যে আমার সংস্কৃতি ও জীবন যাপন অনুযায়ী সবসময় নিজেকে প্রকাশ করি। আপনাদের প্রতি রইলো আন্তরিক আলিঙ্গন।’

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ এডিনসন কাভানি কাভানি নিষিদ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর