এবারে করোনার কারণে টটেনহামের ম্যাচ স্থগিত
৩১ ডিসেম্বর ২০২০ ০৮:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৩:০০
দুদিন আগে ম্যানচেস্টার ও এভারটনের মধ্যকার ম্যাচটি স্থগিত হয়েছিল। ম্যানসিটির স্কোয়াডে বেশকয়েকজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এবার একই কারণে স্থগিত হয়েছে টটেনহাম হটস্পার্স ও ফুলহামের মধ্যকার ম্যাচটি। ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের নিয়মিত কোভিড-১৯ পরীক্ষায় ১৮ জন খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ফলাফল পজিটিভ আসে। যা এই পরীক্ষা শুরুর পর থেকে রেকর্ড সংখ্যক। এমন অবস্থায় টটেনহামের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া রাত ১২টার ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয় প্রিমিয়ার লিগ।
একটি বিবৃতিতে টটেনহাম হটস্পার্স জানায়, ‘প্রিমিরার লিগ কর্তৃপক্ষ আমাদের বুধবার বিকেলে জানিয়েছে যে ফুলহামের স্কোয়াডে একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে বলে খেলা স্থগিতের আবেদন করে। আর এই কারণে খেলা স্থগিত করা হচ্ছে। স্পার্সের সকলের পক্ষ থেকে ফুলহামের সবার সুস্থতা কামনা করছি আমরা।’
এর আগে সোমবার সোমবার ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার ম্যাচটি খেলা শুরুর চার ঘণ্টা আগে স্থগিত ঘোষণা করে প্রিমিয়ার লিগ। এ ব্যাপারে প্রিমিয়ার লিগের কাছে সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছে এভারটন কর্তৃপক্ষ। এছাড়াও নিউক্যাসেল ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটি গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়নি। এর পেছনের কারণটিও করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যার বৃদ্ধি।
এর আগে ফুলহামের কোচ স্কট পার্কার নিজেদের আগের ম্যাচ সাউদাম্পটনের বিপক্ষে গত ২৬ ডিসেম্বর ডাগআউটে ছিলেন না। জানা গেছে তাঁর পরিবারের সদস্যদের কেউ করোনা পজিটিভ।
২০১৯-২০২০ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ করোনাভাইরাস টটেনহাম হটস্পার্স টটেনহাম হটস্পার্স বনাম ফুলহাম ম্যাচ স্থগিত