Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ যেমনই হোক খেলা বদলাবে না বাংলাদেশ


৩০ ডিসেম্বর ২০২০ ১৬:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৬:৫০

করোনাভাইরাস আতঙ্কে অভিজ্ঞ ও নন্দিতরা নাম প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সন্দেহাতীতভাবেই বিষয়টি স্বাগতিকদের কাছে অপ্রত্যাশিত ও বিস্ময় জাগানিয়া। যেহেতু সিরিজের প্রতিটি ম্যাচই আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ সুপার লিগের অংশ। কিন্তু মজার ব্যাপার হল, সফরকারী বোর্ড কর্তৃক ঘোষিত এমন দল দেখে মোটেও বিস্মিত নন টাইগার টেস্ট দলপতি মুমিমুল হক। বরং বিষয়টি তিনি দেখছেন পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকেই। এবং পূর্ণ শক্তির দল এলে যে মানসিকতা, কৌশল ও প্রক্রিয়া অনুসরণ করে তারা খেলতেন এই দলটির বিপক্ষেও অনুরুপভাবে খেলবেন।

বিজ্ঞাপন

জানুয়ারিতে আসন্ন বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই মূল একাদশের ১০ ক্রিকেটার। করোনার ভয়ে জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শেলডন কোট্টেল, শেই হোপ, শিমরন হেটমেয়ার, নিকোলাস পুরানদের নন্দিতরা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর যারা আছেন এদের সিংহভাগই তরুণ। এমনও অনেক ক্রিকেটার স্কোয়াডে ঠাঁই করে নিয়ে যাদের নাম অনেকেরই অজানা। সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজের জন্য দ্বিতীয় সাড়ির পাঠাচ্ছে ক্রিকেট উইন্ডিজ।

বিজ্ঞাপন

সফরকারী বোর্ডের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই টিম টাইগার্সদের কিছুটা হলেও চমকে দিয়েছে। আবার হতাশও করেছে হয়ত। কেননা এতদিন তাদের মানিসক প্রস্তুতিটা ছিল পূর্ণ শক্তির দলের বিপক্ষে খেলার। অনেক টাইগার ব্যাটসম্যান হয়ত মনে মনে হোল্ডারের বল মোকাবেলর প্রস্তুতি নিচ্ছিলেন অনেক বোলার আবার রান মেশিন শেই হোপ বধের কৌশলও রপ্ত করছিলেন। কিন্তু গতকাল রাতে দল দেখে জানতে পারলে সেটা আর হচ্ছে না।

এতে করে তাদের মানসিকতায় কিছুটা হলেও ধাক্কা লাগারই কথা। কিন্তু মুমিনুল হক শোনালেন অন্য কথা। তার মতে, একটি দেশের ক্রিকেট বোর্ড কোন দল পাঠাবে আর পাঠাবে না এটা একান্তই তাদের ব্যাপার। এখানে বিস্মিত হওয়া বা ধাক্বা খাওয়ার কোন যৌক্তিকতা নেই। ওয়েস্ট ইন্ডিজ দল যেমনই হোক খেলার ধরণ বদলাবে না বাংলাদেশ।

সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে একথা জানান বাংলাদেশ দলের টেস্ট দলপতি।

তিনি বলেন, ‘দেখেন একটি বোর্ড কি দল দিবে না দিবে এটা একান্তই ওদের ব্যাপার। আমার মনে হয় ওটা নিয়ে আমাদের ভাবনারও কিছু নেই, কথা বলারও যৌক্তিকতা নেই। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে খেলতে নামব দল দেখে নয়, আমরা খেলতে নাবম আমাদের প্রক্রিয়া ও কৌশল নিয়ে। সেটা যে দলই হোক না কেন। ওরা আগের দল আসলে যেভাবে খেলতাম এই দলের বিপক্ষেও একইভাবে খেলব। আমরা আমাদের প্রক্রিয়া অবলম্বন করেই খেলব। একটি পেশাদর দল মূলত সেভাবেই খেলে। এভাবে ভাবার কোন সুযোগ নেই যে ওই বোর্ড কেন এই দল পাঠাল। একটা পেশাদার অন্তত ওভাবে ভাবে না। যে দলই আসুক না কেন আপনাকে শতভগ দিয়েই খেলতে হবে এর কোন বিকল্প নেই।’

করোনা আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজের যে কয়জন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসছেন না তারা হলেন- নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়ানো অ্যালেন ও শেন ডউরিচ ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ক্যারিবিয়ানদের। কোয়ারেন্টাইন শেষে ১৮ তারিখে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি।

২০ জানুয়ারির প্রথম ওয়ানডে ও ২২ জানুয়ারির দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা হবে ২৫ জানুয়ারি।

২৮ জানুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট অর্থাৎ সফরের শেষ ম্যাচটি শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জন ক্যাম্পাবল, রাহিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলগরি জোসেফ, কাইল মায়ের্স, শেন মোসলে, ভেরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়রিক্যান।

ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলগরি জোসেফ, জাইল মায়ের্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওলটে, রবম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও সেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর